ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের প্রচুর গম প্রয়োজন, ভারত বলছে চাহিদা পূরণ সম্ভব নয়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২২ রাত ১০:৪২

রপ্তানি নিষিদ্ধ করলেও বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছ থেকে বিপুল পরিমাণ গম সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সৃষ্ট খাদ্য ঘাটতি মোকাবিলায় ইতোমধ্যে অন্যতম প্রধান এই শস্যের ১৫ লাখ টনের বেশি চাহিদা পেয়েছে দেশটি। তবে এই চাহিদার বেশির ভাগই বাংলাদেশের কাছ থেকে এসেছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার ভারতের বাণিজ্য ও সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সরকারি একজন কর্মকর্তা বলেছেন, অর্ধ ডজনের বেশি দেশ ১৫ লাখ টনেরও বেশি গম সরবরাহের জন্য ভারতের সাথে যোগাযোগ করেছে। আমরা দেখব তাদের অনুরোধ কীভাবে রক্ষা করা যায়। 

দেশটির সরকারি নীতি-নির্ধারণী পর্যায়ের সাথে সংশ্লিষ্ট এই কর্মকর্তা বলেছেন, ভারত ঝুঁকিপূর্ণ সব দেশ এবং যাদের গমের প্রয়োজন, তাদের সহায়তা করতে আগ্রহী রয়েছে।

তবে ১৫ লাখ টন গমের চাহিদার বেশির ভাগই বাংলাদেশ থেকে এসেছে বলে জানিয়েছে ওই সূত্র। ভারতের গমের নিয়মিত ক্রেতা বাংলাদেশ।

স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি রোধ এবং সরবরাহ স্থিতিশীল রাখতে গত ১৩ মে গমের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তবে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের নির্দিষ্ট অনুরোধের প্রেক্ষাপটে গম রপ্তানি সরকার থেকে সরকার পর্যায়ে চালু রাখে নয়াদিল্লি।

অন্যান্য দেশের কাছ থেকে যে দামে কেনা যায় তার তুলনায় কমপক্ষে ৩০ শতাংশ সস্তায় ভারতের কাছ থেকে গম কিনতে পারে বাংলাদেশ। একটি বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভারতীয় শাখার প্রধান কর্মকর্তা বলেছেন, ভারতের কাছ থেকে কেনা গম এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে পৌঁছে যায়। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনীহা জানিয়েছেন তিনি।

সম্প্রতি গম আমদানির জন্য দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ। কিন্তু উচ্চ মূল্যের কারণে সেই দরপত্র পরবর্তীতে বাতিল করে ঢাকা। ২০২২ সালের মার্চ পর্যন্ত অর্থ বছরে ভারত থেকে রেকর্ড ৪০ লাখ টন গম আমদানি করেছিল বাংলাদেশ। এক বছর আগে বাংলাদেশের ভারতীয় গম আমদানির পরিমাণ ছিল মাত্র ১২ লাখ টন।

তারা বলেছেন, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক মিসর বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের কাছে ৫ লাখ টন গম চেয়েছে। জ্যামাইকা এবং এশিয়ার অন্যান্য আরও কয়েকটি দেশও ভারতের কাছে গম চেয়েছে।

বৈশ্বিক ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভারতীয় শাখার আরেক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের প্রচুর পরিমাণ গম প্রয়োজন। ভারত হয়তো পুরো চাহিদা পূরণ করতে পারবে না। 

উগান্ডা ও ইথিওপিয়ার মতো দেশে এই খাদ্যশস্য সরবরাহের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছ থেকেও গমের অনুরোধ পেয়েছে ভারত।

এমএসএম / এমএসএম

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

ধর্ষণের দায়ে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ত্রিপুরায় নিজ অস্ত্রের ‘অ্যাক্সিডেন্টাল ফায়ারে’ বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন