মাদকবিরোধী প্রচারণায় দেব, দিলেন ভিডিওবার্তা
 
                                    মাদকের নেশা যুবসমাজকে গ্রাস করছে। তলানিতে নিয়ে যাচ্ছে সমাজের একাংশকে। যেকোনো ধরনের মাদকের বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই দীর্ঘদিনের। এ লড়াইয়ে এবার আনুষ্ঠানিকভাবে শামিল হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।
মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের লড়াইয়ে এগিয়ে এলেন তৃণমূলের এই সংসদ সদস্য। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভিডিওবার্তা দিলেন অভিনেতা দেব। তিনি ওই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন।
ভিডিওতে তিনি নিজের ক্যারিয়ারের উত্থান-পতনের বিস্তারিত তুলে ধরেছেন। দেব বলেন, ‘আমি ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখী হয়েছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। ক্যারিয়ারে কখনো ভালো সময়, কখনো খারাপ সময় গেছে। কিন্তু এটা কখনো মনে হয়নি যে আমার মাদক নেয়া দরকার।’
‘বন্ধুরা, একটাই কথা বলব- ড্রাগস কখনো আপনার কঠিন সময়কে সহজ করে দিতে পারে না। আবার এটাও সত্যি, আপনার ভালো সময় আনন্দটাকে দ্বিগুণ করে দিতে পারে না। প্রথম দিনেই ড্রাগসকে না বলুন। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য, বন্ধু-বান্ধবদের জন্য। এটা শুধু আপনাকে নয়, সবাইকে শেষ করে দেবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের জমানো টাকা, ঘর-বাড়ি, সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ, ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসুন। নেশা যদি করতেই হয় তাহলে, খেলাধূলা, গান-বাজনা, ড্রামা, পৃথিবীতে অনেক ভালো ভালো জিনিস আছে। সেটা আপনার মন ভালো করে দিতে পারে।’
পুলিশের মাদকবিরোধী প্রচারণার বিষয়ে দেব বলেন, ‘এটা খুবই সুন্দর উদ্যোগ। কলকাতার মানুষকে কীভাবে ড্রাগস থেকে মুক্তি দেয়া যায়? ড্রাগসকে আমরা কীভাবে না বলতে পারি? ভালো সময় তো সবসময় আসে। খারাপ সময়ে ড্রাগসকে সঙ্গী হিসেবে নেয়া উচিত নয়। মানুষ সব কিছুই পারে। আপনার যদি চান, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনিও এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
তবে শুধু দেব নয়, টলিউডের আরও অনেক তারকা কলকাতা পুলিশের এই উদ্যোগে শামিল হয়েছেন। ভিডিওবার্তায় মাদকবিরোধী প্রচারে অংশ নিয়েছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।
এমএসএম / এমএসএম
 
                ‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
 
                দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
 
                গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
 
                সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা
 
                জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার
 
                অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
 
                ‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
 
                দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
 
                শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
 
                বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
 
                ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
 
                সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
 
                 
                