ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আমাদের রয়েছে দৃঢ় নেতৃত্ব : পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২২ বিকাল ৭:১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা নানান রাজনৈতিক ইস্যুতে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। হরতাল-বিক্ষোভ করে সমাজকে অশান্ত করে তুলি, যা উন্নয়নের অন্তরায়। আমাদের সরকার সামাজিক শান্তি ও উন্নয়নে একসাথে কাজ করছে। কারণ আমাদের রয়েছে দৃঢ় নেতৃত্ব।

‘বাংলাদেশের সরকারি ব্যয়ে শিশুদের জন্য বরাদ্দ’ শিরোনামে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলী স্টার কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যৌথভাবে বৈঠকটির আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন, ইউনিসেফ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ডেইলী স্টার।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ শিশুদের জন্য নানান কার্যক্রম করছে। তারা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাষণ নিয়ে যে কাজ করছে তা প্রসংশনীয়। আমাদের সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। দারিদ্রতা ছাড়াও আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বে আমারা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো করছি। আমাদের সরকার শিক্ষর্থীদেরকে বিনামূল্যে বই প্রদান করছে। আমরা শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেছি। প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছি। নারী শিক্ষার জন্য উপ-বৃত্তির ব্যবস্থা করেছি। যদিও করোনাকালীন সময়ে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।

তিনি বলেন, বাল্য বিবাহ রোধে আমার জেলা-উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে নানা কার্যক্রম চলছে। এব্যাপারে তিনি সমাজের প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন।

গোলটেবিল বৈঠকে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। এসময় আলোচনায় আরো অংশ নেন- ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (গার্লস রাইটস) কাশফিয়া ফিরোজ, ইউএনএফপিএ বাংলাদেশ’র প্রতিনিধি এইকো নারিতা, ইউনিসেফ প্রতিনিধি ভিরা মেনডোসা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি।

এসময় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের জন্য নির্ধারিত বাজেট প্রত্যেক বিভাগ ও মন্ত্রণালয়কে যথাযথভাবে প্রস্তুত ও প্রকাশ করতে হবে। তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সক্ষম করে গড়ে তুলতে হবে আমাদেরকেই। শিশুদের অধিকার বাস্তবায়নে সরকারের সাথে প্রত্যেকের সচেতনভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য আরমা দত্ত বলেন, শিশুদের অধিকারের কথা তারা নিজেরা বলতে পারে না। তাই তাদের কথা যারা বলে, বিশেষ করে মা’দেরকে বিভিন্ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা বাড়াতে হবে। আমাদের জাতীয় উন্নয়নের স্বার্থে শিশুদের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করতে হবে। শিশুদের কল্যাণে বাজেটে কি ঘাটতি রয়েছে, তা বের করে সঠিক পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। আমাদেরকে বস্তিতে বসবাসরত শিশুদের জন্য ভাবতে হবে। তাদেরকে জাতীয় অর্থনীতিতে যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে বাজেট প্রণয়নে শিশুদের অধিকার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর সমন্বয় বাড়ানো ও সমন্বিত উপাত্তভিত্তিক পর্যালোচনার ওপর জোর দেন বক্তারা। 

 

সাদিক পলাশ / সাদিক পলাশ

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন