ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পদ্মা সেতুর সব ল্যাম্পপোস্টে জ্বলল আলো


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৬-২০২২ সকাল ৯:৩৩

পদ্মা সেতুর সবগুলো সড়কবাতির পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৪ জুন থেকে শুরু করে গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে সবগুলো ল্যাম্পপোস্টের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সেতুটির মোট ৪১৫টি ল্যাম্পপোস্টের সবগুলো বাতি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগল ৭ দিন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার পদ্মা সেতুর মাওয়া আপস্ট্রিমে ৪০টি ও সেতুর নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি সড়কবাতির পরীক্ষা করা হয়। গত ছয় দিনে ধাপে ধাপে ৩৫৩টি সড়কবাতির পরীক্ষা করা হয়েছিল। তবে, সবগুলো সড়কবাতি আগামী বুধবার (১৫ জুন) একসঙ্গে প্রজ্বলিত করে পরীক্ষা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এখন সেতুর শেষ মুহূর্তের কিছু কাজ করছেন প্রকৌশলীরা। এরই অংশ হিসেবে গত ৪ জুন সেতুর মডিউল ২ ও ৩ এর সবগুলো সড়কবাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।

ইতোমধ্যেই পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্য বর্ধনের জন্য সেতুতে ব্যবহার করা হবে আর্কিটেকচার লাইট। তবে, আর্কিটেকচার লাইটের কোনো কাজ এখনও শুরু হয়নি। আর্কিটেকচার লাইটের কাজ সেতু উদ্বোধনের পর শুরু করা হবে।

প্রকৌশল সূত্রমতে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি সড়কবাতি বসানো হয়েছে। এরমধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি। আর জাজিরা প্রান্তের সেতুর ঢালে (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি সড়কবাতি। গত ১৮ এপ্রিল এসব সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়েছিল।

জামান / জামান

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু

নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম মজুমদার

স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে

প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল

এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন আটক

রাষ্ট্র সংস্কারের বদলে ‘দায়মুক্তির ফাঁদ’ তৈরি হচ্ছে : টিআইবি

ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি

আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না