এসি বিস্ফোরণ কেন হয়? প্রতিকারের উপায়
এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার বেড়েই চলেছে, আবার তেমনি প্রায়ই এসি বিস্ফোরণের ঘটনার কথাও শোনা যায়। কিন্তু কি কারণে ঘটে এসি দুর্ঘটনা? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলোক কুমার মজুমদার বলছেন, এসি দুর্ঘটনার পেছনে ৩/৪টি কারণ রয়েছে। খবর বিবিসি বাংলার
তিনি বলেন, অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেক্ষণ ধরে চলতে হয়, সেই সঙ্গে অতিরিক্ত গরম হয়ে যায়। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভেতরে ফ্যান, তারের, বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না। ফলে সেখানেও কারিগরি ক্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত করতে পারে।
তিনি আরো বলেন, এসি দুর্ঘটনার আরেকটি বড় কারণ রক্ষণাবেক্ষণের অভাব। ফলে কারিগরি ক্রুটির কারণে এসিতে আগুন ধরে যেতে পারে বা এসির গ্যাসে আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় উইন্ডো এসির সামনে জানালা বা দরজার পর্দা চলে এলে বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়। সেটিও এসিকে গরম করে তুলতে পারে বলে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এসি দুর্ঘটনা এড়াতে কয়েকটি বিষয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। যেমন-
১. রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ
২. পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো
৩. দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া
৪. নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা
৫. বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। এছাড়া বাড়ির ছাড়ে বজ্রনিরোধক ব্যবস্থা রাখা যেতে পারে।
৬. হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা।
৭. একনাগাড়ে আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়।
৮.আউটডোর মেশিন এমন স্থানে বসাতে হবে, যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
৯. বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা।
প্রীতি / প্রীতি
কলার থোড় খেলে যেসব উপকার হয়
কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
ফ্যাটি লিভারের সমস্যা দূর করার ৩ প্রাকৃতিক পানীয়
শীতে খেজুর গুড় খেলে কী হয়?
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কী হয়?
উপকারী যেসব খাবার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে
শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
হাড় শক্তিশালী করবে যেসব খাবার
একমাস ধরে প্রতি রাতে পুদিনার চা পান করলে কী হয়?
শীতে প্রতিদিন ঘি খেলে কী হয়?
শীতেই বাড়ে স্ট্রোকের ঝুঁকি, আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?
সম্পর্কে জটিলতা না চাইলে এড়িয়ে চলুন কিছু ভুল