নুসরাতের কালো চশমায় কার প্রতিচ্ছবি?

কঠিন সময় পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। মা হওয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে তার জীবনে। অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, তার মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি। বেবি বাম্ব নিয়ে শুটিংও করেছেন এই অভিনেত্রী।
নুসরাত-নিখিল জৈন-যশ ত্রিমুখী ঘটনার সুরাহা হয়নি এখনও। এরমধ্যেই নুসরাতের একটি কালো চশমাকে ঘিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে। রোববার ইনস্টাগ্রামে নিজের তিনটি ছবি পোস্ট করেন নুসরাত। খোলা চুল, সাদা রঙের ঢিলেঢালা টি-শার্টের ছিমছাম সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে নেটিজেনদের চোখ আটকেছে অভিনেত্রীর প্রথম ছবিতে। সেখানে তার চোখে কালো চশমার কাচে ফুটে উঠেছে এক বলিষ্ঠ চেহারার পুরুষের প্রতিচ্ছবি। বোঝা যাচ্ছে তিনিই মুঠোফোন হাতে ছবি তুলছেন।
ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, ‘ছবিতে যশকে দেখা যাচ্ছে। তিনি কি আপনার সন্তানের পিতৃত্ব স্বীকার করতে প্রস্তুত?’ আরেকজনের কৌতূহল, ‘তোমার চশমায় কি যশকে দেখা যাচ্ছে?’ ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই মন্তব্যের ঘরে এমন প্রশ্নের ঝড়।
এদিকে যশও প্রায় একই সময়ে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছেম, শ্যাওলা রঙের হাতা কাটা টি-শার্ট পরে রয়েছেন যশ। কাঁধে তুলে নিয়েছেন সাইকেল। তাঁরও চোখ ঢাকা কালো চশমায়। একটু লক্ষ্য করলে দেখা যাবে, দু’জনের ছবির পটভূমিই সবুজ বাগান। ফলে দু’য়ে দু’য়ে চার মেলাতে কোনো অসুবিধা হয়নি নেটাগরিকদের। দুই বন্ধুর এক সঙ্গে সময় কাটানো নিয়ে চলছে গুঞ্জন।
জুনের দ্বিতীয় সপ্তাহে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন নুসরাত। সবুজে ঘেরা একটি কটেজের ছবি দিয়েছিলেন তিনি। দূর থেকে দেখা যাচ্ছিল লাল-সাদা সেই কটেজ। তার ঘণ্টা খানেকের মধ্যে যশও নিজের ছবি পোস্ট করেন। নীল জিন্স আর বুকের বোতাম খোলা নীল শার্ট, কালো চশমায় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়েছিলেন অভিনেতা। সেখানেও দেখা গিয়েছিল, যশের ছবির পটভূমিকায় যে লাল সাদা বাড়ি আছে, নুসরাতও সেই বাড়ির ছবি দিয়েছিলেন নিজের স্টোরিতে।
তবে কি আবারও নিভৃতে সময় কাটাতে শহর থেকে দূরে গেলেন দুজন? নাকি পুরনো ছবি নতুন করে দিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়াচ্ছেন তারা?
এমএসএম / এমএসএম

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা
