ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

গণনাকারী কীভাবে চিনবেন, কী তথ্য দেবেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:৩৬

গণনাকারী আপনার কাছে যেসব তথ্য জানতে চাইবেন

আপনার বাসার ধরন কী? আপনার বাসা কি সিমেন্ট/কংক্রিট/ইটের তৈরি? মাটি/বালু/কাদার তৈরি? অন্য উপকরণের তৈরি কি না। আপনি কি বস্তিতে থাকেন নাকি ভাসমান/ছিন্নমূল? আপনি যে বাসায় থাকেন তার মালিকানা নিয়ে জানতে চাইবেন গণনাকারী।

আপনার খাবার পানির প্রধান উৎস কী, পয়োনিষ্কাশনের ধরন কেমন, আপনার খানায় বিদ্যুৎ সুবিধার উৎস কী, রান্নার জ্বালানির উৎসও জানতে চাওয়া হবে।

আপনার খানা (পরিবার) কত সদস্যের, আপনার বয়স, বৈবাহিক অবস্থা, খানাপ্রধান নারী নাকি পুরুষ, আপনার ধর্ম, বাসায় প্রতিবন্ধী কেউ আছে কি না, এসব প্রশ্ন করা হবে। আপনি পড়তে বা লিখতে পারেন কি না, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কী ধরনের কাজ করেন, নিজস্ব ব্যবহারের মোবাইলের ধরন জানতে চাওয়া হবে। আপনি গত তিন মাসে একবারও ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ব্যবহার করেছেন কি না, সেটিও জানতে চাইবে গণনাকারী।

আপনার ব্যাংক, বিমা, ডাকঘরে কোনো সঞ্চয় অ্যাকাউন্ট আছে কি না, মোবাইল সেবা বিকাশ, নগদ রকেট অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে। আপনার খানার কোনো সদস্য বিদেশ থাকেন কি না কিংবা গত দুই বছরে খানায় বৈদেশিক রেমিট্যান্স এসেছে কি না, সে প্রশ্নও করা হবে। এভাবে ৪৫টি প্রশ্নের তথ্য নিতে গণনাকারীর সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট।

ষষ্ঠ জনশুমারি শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে। ঢাকাসহ দেশের বড় শহরে ভাসমান মানুষকে গণনায় আনার মাধ্যমে জনশুমারি কাজ শুরু হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে থেকে এক র‌্যালি বের করে বিবিএস। র‌্যালি শেষ হয় বিজ্ঞান জাদুঘরের সামনে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দেশে এ পর্যন্ত পাঁচবার জনশুমারি হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে। তবে এবারের ষষ্ঠ শুমারি করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এবারের শুমারির প্রতিপাদ্য ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। ২০০১ সালের আদমশুমারিতে ছিল ১৩ কোটি ৫ লাখ। ১৯৯১ সালে জনসংখ্যা ছিল ১১ কোটি ১৫ লাখ, ১৯৮১ সালের আদমশুমারিতে ছিল ৮ কোটি ৯৯ লাখ এবং ১৯৭৪ সালের প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ।

২১ জুনের মধ্যে কেউ শুমারির আওতায় না এলে আপনার জেলার পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সে সুযোগ রেখেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ ছাড়া জনশুমারি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কিংবা গণনায় অন্তর্ভুক্তের জন্য ০৯৬০২৯৯৮৮৭৭ কল সেন্টারের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন