ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কুবিতে বৃত্তি প্রদান ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘তপন বিহারী নাগ ট্রাস্ট-এর বৃত্তি প্রদান ও বিদায় অনুষ্ঠান-২০২২’। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১টায় বিজ্ঞান অনুষদ ভবনের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগকে বিভিন্ন অঙ্গনে প্রতিনিধিত্বকারী কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আমাদের বাজেট অপ্রতুল। তারপরও সম্প্রতি শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্নভাবে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যেখানে যতটুকু বাজেট আছে, আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করি। 

তিনি আরো বলেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে বের হয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য আপনারা কাজ করবেন। ভবিষ্যতে আপনারা ভালো জায়গায় পৌঁছবেন এই প্রত্যাশা সব সময়ই থাকবে। 

সম্মানিত অতিথির বক্তব্যে তপন বিহারী নাগ বলেন, আপনারা যারা পড়াশোনা করছেন তাদের অনুরোধ করি অন্তত পাঁচ বছর জনকল্যাণমুখী কাজ করুন। প্রথমেই বাড়ি-গাড়ির পেছনে ছোটার দরকার নেই। একটা কথা আমি শিখেছি পরিবার থেকে যে, সমাজকে কিছু দিলে সমাজও আপনাকে কিছু দেবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, কর্মজীবনের শুরুতে তোমাদের মতোই আমি চিন্তা করতাম কিভাবে শুরু করব। তারপরও শুরু করেছি এবং এখন জজ হিসেবে আছি। তোমরা কিছু দারুণ শিক্ষক পেয়েছ, যারা তোমাদের মতো করেই তোমাদের কাছে থেকে পড়াতে পারছে। যার ফলাফল হিসেবে তোমাদের প্রথম ব্যাচের অনেক শিক্ষার্থীই বিভিন্ন কর্মক্ষেত্রে সুযোগ পেয়ে গেছে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. শামীমুল ইসলাম, আইন বিভাগের সভাপতি আবু বকর ছিদ্দিক, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রোখসানা আক্তারসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান