কুবিতে বহিরাগতের কামড়ে আহত ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বহিরাগত একজনের কামড়ে আহত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আরাফাত হোসেন নামে এক শিক্ষার্থী। রোববার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে একাডেমিক ভবন-২-এর তিনতলায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, বহিরাগত লোকটি বাকপ্রতিবন্ধী। সে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা চাচ্ছিল। এরপর ব্যবসায় শিক্ষা ভবনে উঠে মার্কেটিং বিভাগের ক্লাসরুমে ঢোকে। তখন টাকা দাবি করলে ওই শিক্ষার্থী তাকে ৫০ টাকা দিয়ে ৪০ টাকা ফেরত দিতে বলেন। কিন্তু সে টাকা দিতে চাচ্ছিল না। তখন সে হাত বাড়িয়ে টাকা চাইলে হাতে কামড় বসিয়ে দেয়।
এ বিষয়ে আহত শিক্ষার্থী মো. আরাফাত হোসেন বলেন, তাকে দেখে আমার করুণা হয়। তাই আমি তাকে টাকা দিতে যাই। কিন্তু আমার কাছে ভাংতি টাকা না থাকায় তাকে ৫০ টাকা দিয়ে বলি ৪০ টাকা ফেরত দিতে। কিন্তু সে দিতে চাচ্ছিল না। তখন আমি টাকা নিতে হাত বাড়ালে সে হাতের আঙুলে কামড় দিয়ে বসে। প্রশাসনের কাছে আমার দাবি, গেটের নিরাপত্তা আরো জোরদার করা হোক। আমি আহত কমই হয়েছি, তবে আরো বড় কিছুও হতে পারত।
এছাড়াও ওই বহিরাগত পরীক্ষা চলাকালে ক্লাসরুমে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল রবিন বলেন, পরীক্ষা চলাকালে সে (বহিরাগত) এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে কারণে আমাদের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছিল। প্রশাসনের উচিত বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে না দেয়া। এর জন্য নিরাপত্তাকর্মীদের আরো সচেতন হওয়া দরকার।
বহিরাগত ছেলেটিকে ব্যবসায় শিক্ষা ভবন থেকে ধরে প্রশাসনিক ভবনে নিয়ে যায় নিরাপত্তাকর্মী সিরিরাম বাহাদুর ত্রিপুরা।
তিনি বলেন, তাকে সকাল ৬টায় দেখি মেইন গেটের সামনে। এরপর সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ভেতরে দেখতে পেয়ে তাড়িয়ে দেই। পরে সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা ভবন থেকে একজন ডাক দেন। গিয়ে দেখি এক শিক্ষার্থীর হাতে সে (বহিরাগত) কামড় দিয়েছে।
প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার। তিনি বলেন, বহিরাগতর আক্রমণে আমাদের শিক্ষার্থী আহত হয়েছে। এটি দুঃখজনক। আর সে (বহিরাগত) বাকপ্রতিবন্ধী। তাই তার পরিচয় আমরা পাইনি। আমি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টরিয়াল বডির সাথে কথা বলে তাকে ছেড়ে দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, বহিরাগত ছেলেটি প্রতিবন্ধী ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। আমরা নিরাপত্তাকর্মীদের আরো সচেতন হওয়ার কথা বলেছি।
এমএসএম / জামান
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার