নীরবতার আশ্রয়ে নুসরাত

জীবনের একটি নতুন অধ্যায়ে রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি মা হতে চলেছেন। তার জীবনের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায় ও ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে। তবে কিছু বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেও, মাতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী।
অবশ্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি ছবি পোস্ট করছেন তিনি। ক্যাপশনেও বুঝিয়ে দিচ্ছেন, পরিস্থিতি যা-ই থাকুক, তিনি মানসিকভাবে ‘পজিটিভ’ আছেন। ছবিতে নজর কাড়ছে তার চেহারার পরিবর্তনও। তবে কিছু বিষয়ের উত্তর দেয়া সহজ নয়। তাই হাজারো প্রশ্নবাণকে উপেক্ষা করে নুসরত নীরবতাকেই আপাতত তার আশ্রয় হিসেবে নিয়েছেন।
তবে তিনি ঘরে বসে নেই। কিছুদিন আগে বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে একটি মলে দেখা গিয়েছিল তাকে। তারও দিনকয়েক আগে একটি ফ্যাশন শুট করেছেন তিনি।
জানা গেছে, সেই শ্যুটেও মাতৃত্ব নিয়ে আলাদা কিছু বলেননি। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিচালককে জানুয়ারি মাস নাগাদ কাজের ডেট দিতে পারবেন বলে জানাচ্ছেন তিনি। সেপ্টেম্বরে তার সন্তান জন্ম নিতে পারে। তার তিন চার মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরতে চান এই অভিনেত্রী। অন্যদিকে যশ দাশগুপ্ত চেষ্টা করছেন ছোট পর্দায় কাজের জন্য।
বিভিন্ন চ্যানেলে নাকি আবেদন পাঠিয়েছেন তার ম্যানেজার পুনম ঝা। এসভিএফের প্রাক্তন কাস্টিং ডিরেক্টর পুনমের সঙ্গে যশ সম্পর্কে ছিলেন বলেই শোনা যায়।
যশ-নুসরতের সম্পর্ক ইন্ডাস্ট্রির আর পাঁচটা প্রেমের সম্পর্কের মতো নয়। কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ধরনের সমীকরণ। আগামী দিনে কোন সম্পর্ককে কী ভাবে এগিয়ে নিয়ে যান যশ-নুসরত, তার দিকেই নজর রয়েছে সবার।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা
