৬ জুলাইয়ের টিকিট পেতে ৩৭ ঘণ্টার বেশি অপেক্ষা
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের টিকিট বিক্রি দ্বিতীয় দিনের মতো শুরু হবে শনিবার (২ জুলাই) সকাল ৮টায়। এদিন মিলবে ৬ জুলাইয়ের টিকিট। শনিবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরুর ২০ ঘণ্টা আগেই শুক্রবার দুপুর ১২টা থেকে লাইন ধরেছেন টিকিটপ্রত্যাশীরা। এদের অনেকেই আবার লাইনে আছেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে। মূলত তারা শুক্রবার টিকিট পেতে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাদের আগে কাউন্টারের সামনে লাইনে ২০-২৫ জন বাকি থাকতে শুক্রবার দুপুর ১২টার আগেই টিকিট শেষ হয়ে যায়।
জানা গেছে, বৃহস্পতিবার এসে দীর্ঘ অপেক্ষা শেষে শুক্রবার টিকিট না পেয়ে বাসায় না ফিরে শনিবারের লাইনে অপেক্ষা করছেন তারা। সব মিলিয়ে তাদের অপেক্ষা ৩৭ ঘণ্টার বেশি। রাজধানীর কমলাপুর প্রধান স্টেশনের কাউন্টারের সামনে লাইনে অপেক্ষারত টিকিটপ্রত্যাশী এমনটাই জানিয়েছেন।
১৬ নম্বর কাউন্টারের সামনে দেখা যায় কয়েকজন বসে আছেন। তাদের মধ্য থেকে মোহাম্মদ পলাশ নামে এক টিকিটপ্রত্যাশী জানান, তিনি দ্রুতযান এক্সপ্রেসে দিনাজপুর যাবেন।। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি এখানে আসেন। শুক্রবার যখন টিকিট শেষ হয়ে যায়, তখনও লাইনে ২০-২৫ জন ছিলেন। যখন রাতে এসে সিরিয়ালে ছিলাম তখন প্রায় ১৫০ জন আমার সামনে ছিলেন। ৫ তারিখের টিকিট তো পাইনি, এখন ৬ তারিখের টিকিটের জন্য বসে আছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।
আরেক টিকিটপ্রত্যাশী জানান, দিনাজপুরের বিরামপুর যাব দ্রুতযান এক্সপ্রেসে। আমি ভোর ৪টায় এসেছি। অনেক পেছনে ছিলাম। কাউন্টার পর্যন্ত আসতে আসতে টিকিট শেষ হয়ে গেছে। এখন বাকিদের সঙ্গে আগামীকালের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখন কাউন্টারের কাছাকাছি আছি। এখানে খাওয়া-দাওয়া ও ঘুম অল্টারনেটিভভাবে করতে হবে। আমার সামনে-পেছনের ভাই খেতে গেলে আমি লাইনে থাকব। আবার আমি খেতে গেলে তারা আমার লাইনটা রাখবেন, এভাবেই চলবে।
শুধু এরা দুজন নন, কাউন্টারগুলোর সামনে কয়েকশ টিকিটপ্রত্যাশী ৬ জুলাইয়ের টিকিটের জন্য অপেক্ষা করছেন। তাদের একটাই সংকল্প- যে করেই হোক, বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট লাগবেই লাগবে।
৩ জুলাই দেয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের ফিরতি টিকিট বিক্রি হবে। এর মধ্যে ঈদের পর দিন ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলবে।
কমলাপুরের প্রধান স্টেশন থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে এবং কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট হচ্ছে।
তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহন ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং জয়দেবপুর রেল স্টেশন থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
জামান / জামান
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন