ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ঢাকায় আসছেন সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৩-৭-২০২২ বিকাল ৭:৫১

সারা বিশ্বে প্যাকেজিং অ্যাপ্লিকেশন ও লেবেলের জন্য প্রিন্টিং ইংক ও কোটিং সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান সেগওয়ার্ক। সেগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশীষ প্রধান ঢাকা সফরে আসছেন। তিনি অংশীদারদের সাথে প্যাকেজড খাদ্য শিল্পের স্বাস্থ্যগত ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করবেন। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা এবং কালি শিল্প নিয়ে বিশদ জ্ঞান সম্পন্ন আশীষ এ বিষয়ে একজন নেতৃস্থানীয় ব্যক্তি। হাহটামাকি, পজিটিভ প্যাকেজিং, হেনকেল এবং ইন্টারন্যাশনাল পেপার-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানে নানা উচ্চ পদে তিনি কাজ করেছেন।

সফরকালে আশীষ কালি নির্মাতাদের দৃষ্টিকোণ থেকে খাদ্য প্যাকেজিং নিরাপত্তার গুরুত্ব নিয়ে সরকারি কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, পার্টনার ও ব্র্যান্ড মালিকদের সাথে আলোচনা করবেন। বাংলাদেশে খাদ্য প্যাকেজিং নিরাপত্তার মান উন্নত করার জন্য একটি নীতিমালা তৈরি করার বিষয়টি্ও তিনি আলোচনা করবেন।

টলুইনমুক্ত কালি তৈরির এই উদ্যোগের মাধ্যমে সেগওয়ার্ক দেশজুড়ে কালি নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আগ্রহী। এই উদ্যোগে বিশেষত প্রিন্টিং ইংক এবং খাদ্য প্যাকেজিংয়ে বিষাক্ত ও অনিরাপদ উপাদান ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবাইকে সচেতন করে তোলা হবে। নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কোম্পানির ব্লেন্ডিং সেন্টারটি কার্যক্রমের প্রথম বছরেই ব্রেক-ইভেন পয়েন্টে পৌঁছেছে। দেশের শীর্ষস্থানীয় কনভার্টার ও ব্র্যান্ড মালিকদের সাথে সম্মিলিতভাবে কাজ করে তাদের পণ্যের জন্য টলুইনমুক্ত প্যাকেজিং নিশ্চিত করতে কাজ করছে সেগওয়ার্ক।

সেগওয়ার্ক: 
সেগওয়ার্ক একটি ষষ্ঠ প্রজন্মের পারিবারিক মালিকানাধীন কোম্পানি। প্যাকেজিং, লেবেল ও কোটিংয়ের জন্য প্রিন্টিং ইংক ও কোটিং উৎপাদনের ক্ষেত্রে এটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৮০ বছরের বেশি অভিজ্ঞতাসম্বৃদ্ধ কোম্পানিটির নানা ধরনের প্রিন্টিং পদ্ধতি নিয়ে বিপুল দক্ষতা ও জ্ঞান রয়েছে। এই বৈশ্বিক উৎপাদনকারী ও পরিষেবা নেটওয়ার্কটি গ্রাহকদের নিয়মিত উন্নত মানের পণ্য ও সেবা প্রদান করে আসছে। “কালি, হৃদয় ও আত্মা (Ink, Heart and Soul)” — নিজেদের এই দর্শনের কথা মাথায় রেখে সেগওয়ার্ক ব্যবসায়িক অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। পৃথিবীজুড়ে সেগওয়ার্কের ৩০টির বেশি দেশের সংস্থায় প্রায় ৫,০০০ জন ব্যক্তি কর্মরত আছেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মঙ্গলবার সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ

গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন, শুক্রবার এলেই বাড়ে দাম

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের