কুবি রোটার্যাক্ট ক্লাবের ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের ২০২২-২৩ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ জুলাই) ২০২১-২২ সেশনের সভাপতি রোটা. মো. মাসুম বিল্লাহ, নির্বাচন কমিশনের মেম্বার রোটা. মো. আমিনুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনার রোটা. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে সভাপতি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটা. মারুফ হোসেন সরকার এবং সেক্রেটারি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রোটা. মোহাম্মদ রাকিবুল ইসলামকে নির্বাচিত করা হয়।
এ বছর ক্লাব ট্রেইনার হিসেবে থাকবেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটা. মো. মাছুম বিল্লাহ। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রোটা. মোছা. কুলসুম আক্তার, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রোটা. মো. ফজলে রাব্বি এবং একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী রোটা. মো. শাহজালাল।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটা সাইদুল হাসান সিফাত, কোষাধ্যক্ষ হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটা. সাকিব মোহাম্মদ আল-আমিন, ক্লাব সার্ভিস ডিরেক্টর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটা. মো. ইব্রাহিম তালুকদার, জয়েন্ট ক্লাব সার্ভিস ডিরেক্টর হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী রোটা. সাবিকুন নাহার এবং একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটা. তানহা বিনতে আমানকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের মাঝে দক্ষ নেতৃত্বের চর্চা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন- বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ন, বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণসহ এসব বিষয়ে মানুষকে সচেতন করা, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।
এমএসএম / জামান
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার