যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম রবার্ট ই ক্রিমো। স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলায় ৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে আরো ২৪ জন। মঙ্গলবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন রবার্ট ই ক্রিমোর বয়স ২২ বছর। অল্প সময় ধাওয়া করার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর পরপরই স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়। পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামের ওই যুবককে আগেই চিহ্নিত করেছিল হাইল্যান্ড পার্ক পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা অনেক বেড়েছে। ২০২২ সালে উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যথিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লেক কাউন্টির মেজর ক্রাইম টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেছেন, আজকের উৎসবের দিনটি আমাদের জন্য শোকের হয়ে গেল। অনেক মানুষের প্রাণহানি হয়েছে। অনেকে চিকিৎসাধীন। তিনি বলেন, এই কাজে বন্দুকধারী একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করেছে।
পুলিশ কমান্ডার ক্রিস ওনিল বলেছেন, কাছাকাছি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদে আগ্নেয়াস্ত্রের আলামত পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী মাইলস জারেমস্কি বলেন, শান্তিপূর্ণভাবে প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল। প্যারেড শুরুর পরপরই সকাল সোয়া ১০টার দু’টি গুলির আওয়াজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর টানা ২০-৩০টি গুলির শব্দ পাওয়া যায়।
জামান / জামান

গাজায় ইসরায়েলের বড় ধরনের স্থল অভিযান, নিহত ৬৫ হাজার ছুঁইছুঁই

সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরও বেশি তেল কিনেছে ভারত

চ্যালেঞ্জের মুখে নেপালের অন্তর্বর্তী সরকার, সুশীলা কার্কির সামনে কঠিন পথ

গাজায় ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি

বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে উঠতে চায় ভারত

‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

শপথ নিলেন নেপালের নতুন ৩ মন্ত্রী, জেন জি-দের আপত্তি

সচিব পর্যায়ের পেনশন না পেলে মরদেহ না নেওয়ার ঘোষণা নিহতদের পরিবারের

সচিব পর্যায়ের পেনশন না পেলে মরদেহ না নেওয়ার ঘোষণা নিহতদের পরিবারের

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
