ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঈদ উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছেন মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১২:২৭

ঈদের ছুটি শেষে অফিস খুলেছে গত মঙ্গলবার (১২ জুলাই)। এরপর কেটে গেছে বেশ কয়েক দিন। তবে ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়া মানুষদের অনেকেই এখনো ঢাকায় ফেরেননি। তাই ঈদের এক সপ্তাহ পরও রাজধানীতে ফিরছেন মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন কাজে ফিরছেন তারা।

ঈদের আনন্দের স্বস্তি থাকলেও প্রিয়জনদের ছেড়ে আবারো কর্মব্যস্ত ঢাকায় ফিরে আসায় কিছুটা কষ্টের কথাও জানান তারা। রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে।

আজ সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যস্থল থেকে কমলাপুরে আসছে নির্ধারিত ট্রেনগুলো। কোনোটা নির্দিষ্ট সময়ে, কোনোটা আবার কিছুটা বিলম্ব করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাচ্ছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ায় ঈদের পরদিন থেকেই রাজধানীমুখী হতে থাকে মানুষ। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ আনন্দের পর জীবিকার তাগিদেই ঢাকায় ফিরেছেন এসব মানুষ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারায় স্বস্তি থাকলেও স্বল্প সময়ের ব্যবধানে আবারো ঢাকায় ফিরতে হয়েছে কর্মমুখী এসব মানুষকে।

ধুমকেতু এক্সপ্রেসে রাজশাহী থেকে আসা এক যাত্রী জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। আগামীকাল থেকে সেটি খোলা। তাই আজ সকালে চলে এলেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছি। সময়টা যেন স্বপ্নের মতো কেটেছে। কর্মব্যস্ত জীবন, তাই ঢাকায় না ফিরে উপায় নেই।

ঢাকায় ফেরা এক শিক্ষার্থী জানান, বিভিন্ন ভোগান্তির কারণে ঈদে অনেক কষ্ট করে বাড়ি গিয়েছিলাম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আবারো ঢাকায় ফিরতে হয়েছে। আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস শুরু হয়ে গেছে। তাই চলে আসতে হলো।

আরেক যাত্রী জানান, ঢাকায় ছোটখাটো একটা ব্যবসা করেন তিনি। ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলেন। সাধারণত ঈদের পরে এক সপ্তাহ দোকানপাট তেমন খোলা হয় না। তাই এক সপ্তাহ বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন তিনি।

কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা জানান, সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নির্ধারিত ট্রেনগুলো আসছে। এসব ট্রেনে এখনো ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা স্বাভাবিক দিনের চেয়েও কিছুটা বেশি।

জামান / জামান

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি