করোনা টিকার মজুদ দেড় কোটি ডোজ, মেয়াদ শেষ নভেম্বরে
দেশে বর্তমানে করোনার দেড় কোটি ডোজ টিকা মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এই টিকার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। তাই যারা এখনো প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তাদের নভেম্বরের আগে টিকা নিতে বলা হয়েছে। কারণ, এরপর আর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে না।
স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানিয়ে বলেন, এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম দিকে করোনার টিকা নিতে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। এখনও এক কোটি ২৭ লাখ মানুষ করোনা টিকা নেননি। দেশে এই মুহূর্তে টিকার মজুদ এক কোটি ৯৩ লাখ ডোজ। এ সব টিকার মেয়াদ শেষ হবে নভেম্বরে। এই সময়ের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় ডোজ নেবে না, তারা পরবর্তীতে আর টিকা নিতে পারবেন না।
ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক জানান, এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। এ ব্যাপারে সাড়াও মিলছে খুবই কম।
এদিকে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু হবে আগস্টে। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।
জামান / জামান
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন