ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিদুৎ সাশ্রয়ে এক দিন অনলাইন ক্লাসের বিপক্ষে জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১১:৫৮
বিদুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য সপ্তাহের যে কোনো এক দিন অনলাইনে ক্লাস নেয়ার চিন্তা-ভাবনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। কিন্তু এমন সিদ্ধান্তের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, সাশ্রয় করার জন্য সশরীরে ক্লাস বন্ধ করে দেয়াটাই সমাধান নয়।
 
গতকাল গণমাধ্যমে এক দিন অনলাইন ক্লাস নেয়ার চিন্তা-ভাবনা করছে জবি প্রশাসন- এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেন।
 
অনলাইন ক্লাসের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে না হয় বিদ্যুৎ সাশ্রয় হলো, কিন্তু অনলাইন ক্লাস চলার সময় প্রত্যেক শিক্ষার্থী যখন বাসায় লাইট, ফ্যান, ল্যাপটপসহ আনুষঙ্গিক জিনিস ব্যবহার করবে তখন আর সাশ্রয় কিভাবে হবে? তাছাড়া শিক্ষার্থীরা অনলাইন ক্লাসেরও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।
 
পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, সব শিক্ষার্থী বাসায় তাদের রুমে ফ্যান-লাইট জ্বালিয়ে, ল্যাপটপ কিংবা ফোন চার্জে লাগিয়ে বিদ্যুতের ব্যবহার কমাবে কী করে? এতে কি বিদ্যুৎ অপচয় হবে না রোধ হবে?
 
নাম প্রকাশে অনিচ্ছুক লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ক্লাস অনলাইনে না নিয়ে বিদুৎ সাশ্রয় করার জন্য বিশ্ববিদ্যালয়  প্রশাসন একটা নোটিস দিয়ে নিয়ম করে দিতে পারে, আর অফিস-বিভাগগুলো ওই নিয়ম অনুযায়ী চলবে। 
 
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী সাইফুদ্দিন দৈনিক সকালের সময়কে এ বিষয়ে বলেন, এক দিন অনলাইনে ক্লাস নেয়ার বিষয়টি পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। উপাচার্য স্যার সব বিভাগের চেয়ারম্যানকে চিঠি দিয়ে দিলে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। তাছাড়া একটি মনিটরিং টিম গঠন করা যেতে পারে।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এখন যেহেতু জ্বালানি, বিদুৎ সাশ্রয় করতে বলা হয়েছে, এমন সিদ্ধান্ত আসতে পারে। সামনের কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চিন্তা-ভাবনা করছি সপ্তাহে যদি এক দিনও অনলাইনে ক্লাস হয় তাহলে গাড়ি বন্ধ থাকবে; তখন জ্বালানি সাশ্রয় হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ও হবে। এক দিন বিশ্ববিদ্যালয়ের যানবাহন বন্ধ থাকলে ২০ থেকে ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হতে পারে।

এমএসএম / জামান

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে