ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সরকার শিশুদের জন্য কাজ করছে : পরিকল্পনামন্ত্রী 


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৬:৩৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার শিশুদের জন্য কাজ করছে। শিশুদের প্রতি আমাদের যে দায়, তা থেকেই আমরা কাজ করছি। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো শিশুদের জন্য যে কাজ করছে, তা প্রশংসনীয়।

বৃহষ্পতিবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে "৫০ পেরিয়ে শিশুদের বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-শিশু-পঞ্চাশ শব্দগুলোর সাথে অনেক আবেগ জড়িত। আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছি। আমাদের সরকার প্রধানের শিশুদের প্রতি বিশেষ স্নেহ আছে, যা বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পায়। 

সেভ দ্যা চিলড্রেন ও প্রথমা প্রকাশন যৌথভাবে বইটি প্রকাশ করেছে। বইটিতে ৫০ বছরে বাংলাদেশের শিশুদের সার্বিক পরিস্থিতি, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের ভাবনা নিয়ে বিশিষ্টজনদের ১৫টি লেখা সংকলন করা হয়েছে।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন বলেন, যদিও বেশ কিছু চ্যালেঞ্জ আছে, বাংলাদেশে শিশুদের জীবনমান উন্নত হচ্ছে। শিশুদের অধিকার রক্ষায় আমাদের আরো সচেতনতার সাথে কাজ করতে হবে। বাল্যবিবাহ রোধ, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতি আমাদের আরো নজর দিতে হবে। 

বইটির সম্পাদনায় ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরি, লেখক ও সাহিত্যিক আনিসুল হক ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি সেক্টর পরিচালক রিফাত বিন সাত্তার।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরি বলেন, শিশুদের নিয়ে লেখালেখিতে গবেষণার বিষয়গুলো নিয়ে আসতে হবে। এতে বর্তমান পরিস্থিতি উঠে আসবে। এখনকার শিশুরা অনেক সচেতন। তাদের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। 

শিশুদের নিয়ে কাজ করতে নিয়ে এলিট ক্যাপচার ও পার্টি ক্যাচরের সম্ভাবনা থাকে উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিশুদের এ থেকে দূরে রাখতে হবে। আমরা কিশোর গ্যাং চাই না। আমাদের শিশুদের সম্ভাবনার স্বপ্ন দেখাতে হবে।

অনুষ্ঠানে প্রধম আলো সম্পাদক মতিউর রহমান, বইটির লেখকবৃন্দ, সম্পাদকীয় মণ্ডলী, বিভিন্ন দেশের হাইকমিশন ও এ্যাম্বসীর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধিসহ বেসরকারি সেক্টরের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গবেষণালব্ধ লেখা ছাড়াও বইটিতে সংকলিত প্রবন্ধগুলোর কোনটিতে উঠে এসেছে লেখকের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবতা। আবার কোনটিতে আলোচনা করা হয়েছে শিশু উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা পেরোনোর উপায়। এমনকি শিশুর প্রতি সহিংসতা রোধে বিকল্প ভাবনাও তুলে ধরা হয়েছে। এছাড়াও এ বইয়ে উঠে এসেছে শিশুর স্বাস্থ্য সুরক্ষা, ভবিষ্যৎ, বিকাশ, সম্ভাবনা, চ্যালেঞ্জ, নিরাপত্তার মতো বিষয়গুলোও। 

লেখকদের তালিকায় আছেন শিশু অধিকার কর্মী, গবেষক, সাংবাদিক, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিশুতোষ চলচ্চিত্র সংগঠক।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান