ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিককে হুমকি, জবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:২৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত গণমাধ্যমকর্মীকে হুমকি দেয়ায় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন তিন সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানায় গিয়ে সাধারণ ডায়েরিটি করেন তিন সাংবাদিক এবং  জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে অভিযোগ দায়ের করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরমান হাসান।
 
ডায়েরিকৃত সাংবাদিকগণ হলেন- বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসসাইফ সুবর্ণ, রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান, বাংলাদেশ জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  অনুপম মল্লিক আদিত্য।
 
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, সাংবাদিকগণ তাদের পেশাগত দায়িত্ব পালন করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজী এবং সাধারণ সম্পাদক আকতার হোসাইন এর নির্দেশে তাদের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হুমকি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং দেখে নেয়ার হমকি দেয়।
 
আরো জানা যায়, ইব্রাহিম ফরাজির কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল বারেক এবং সাধারণ সম্পাদকের কর্মী একই ব্যাচের পরিসংখ্যান বিভাগের মিনুন মাহফুজ এসব কাজে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে জিডি করেন।
 
ভুক্তভোগী সাংবাদিক আসসাইফ সুবর্ণ বলেন, আমি একজন গণমাধ্যমকর্মী। পেশাগত দায়িত্ব পালন করায় জবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মদদে তাদের কর্মীরা সামাজিকমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি প্রদান করে, যা আমাকে সামাজিকভাবে হেয় করেছে।
 
ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় হুমকির শিকার হয়েছি। আমাকে ভবিষ্যতে দেখে নেয়ারও হুমকি দেয়। যা আমার পেশাগত দায়িত্ব পালনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
 
ভুক্তভোগী সাংবাদিক অনুপম মল্লিক আদিত্য বলেন, জবি ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার হলে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মীরা।
 
এ বিষয়ে স্থগিত কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, গতকালের নিউজ সত্য ছিল। তারপরও তারা কেন হুমকি দিয়েছে তা আমি জানিনা। তবে যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের ভেতরের বিষয়, তাই এটি প্রশাসনের মাধ্যমে সমাধান হলে ভালো হয়।
 
বিষয়টি নিয়ে জানতে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এসএম একাওতার হোসাইনকে বারবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, এর আগেও অভিযুক্ত মিনুন মাহফুজ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল, যা পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মুচলেকা ও ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করেন।

এমএসএম / জামান

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে