আনন্দে মাতলেন শ্রাবন্তী
সময় অনেক পার হলো। তবুও বিতর্ক যেনো পিছু ছাড়ছে না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিয়ে, দাম্পত্য, প্রেম, সব ঘিরেই অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে কৌতূহল। আর এসসব কিছু থোড়াই কেয়ার করে নিজেকে ব্যস্ত রাখছেন এ নায়িকা।
লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেব আর পাওলির সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। আর শুক্রবারই দিল্লিতে রওনা দিয়েছেন বিশেষ কাজে। কাজে মন ডুবিয়ে দিলেও বন্ধু, আত্মীয়-পরিজনের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেননি এই অভিনেত্রী।
সম্প্রতি প্রিয় বান্ধবী দেবযানীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। আঙুলে ‘ভি’ চিহ্ন দিয়ে সেই আনন্দকেই প্রকাশ করছেন শ্রাবন্তী। দুই পাশে দুই বান্ধবী। বাঁ দিকে গোলাপি পোশাকে অভিনন্দন নাগ চৌধুরী, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপের ভাই। অভিরূপ যদিও ছবিতে নেই।
এদিকে দিল্লিতে গানের শ্যুটিং শেষে আগামী রোববারই কলকাতায় ফিরবেন এই শ্রাবন্তী। এসেই ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে জানা গেছে। সবমিলিয়ে জমপেশ দিন পার করছেন গ্লামারখ্যাত এই নায়িকা।
আর এদিকে বেচারা রোশান সিং যতই তার বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। রোশান সেন তার জীবনে অতীত। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাও নেই।
প্রীতি / প্রীতি
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি
‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা
জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’