আনন্দে মাতলেন শ্রাবন্তী
সময় অনেক পার হলো। তবুও বিতর্ক যেনো পিছু ছাড়ছে না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিয়ে, দাম্পত্য, প্রেম, সব ঘিরেই অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে কৌতূহল। আর এসসব কিছু থোড়াই কেয়ার করে নিজেকে ব্যস্ত রাখছেন এ নায়িকা।
লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেব আর পাওলির সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। আর শুক্রবারই দিল্লিতে রওনা দিয়েছেন বিশেষ কাজে। কাজে মন ডুবিয়ে দিলেও বন্ধু, আত্মীয়-পরিজনের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেননি এই অভিনেত্রী।
সম্প্রতি প্রিয় বান্ধবী দেবযানীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। আঙুলে ‘ভি’ চিহ্ন দিয়ে সেই আনন্দকেই প্রকাশ করছেন শ্রাবন্তী। দুই পাশে দুই বান্ধবী। বাঁ দিকে গোলাপি পোশাকে অভিনন্দন নাগ চৌধুরী, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপের ভাই। অভিরূপ যদিও ছবিতে নেই।
এদিকে দিল্লিতে গানের শ্যুটিং শেষে আগামী রোববারই কলকাতায় ফিরবেন এই শ্রাবন্তী। এসেই ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে জানা গেছে। সবমিলিয়ে জমপেশ দিন পার করছেন গ্লামারখ্যাত এই নায়িকা।
আর এদিকে বেচারা রোশান সিং যতই তার বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। রোশান সেন তার জীবনে অতীত। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাও নেই।
প্রীতি / প্রীতি
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান