অস্কার কমিটিতে এবার বিদ্যা বালান

বিনোদন জগতের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার অস্কার। গত কয়েক বছর ধরে অস্কার কমিটিতে সদস্য হওয়ার জন্য বলিউড থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, অনিল কাপুর, মাধুরী দীক্ষিতদের ডাকা হয়েছে।
আরও ডাকা হয়েছে ইরফান খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ ও জোয়া আখতারসহ অনেককে।
সেই ধারাবাহিকতায় এ বছর অস্কারে সদস্য হওয়ার জন্য ডাকা হলো ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানকে। তার সঙ্গে আরও ডাক পেয়েছেন অভিনেত্রী ডার্টি পিকচার-এর প্রযোজক শোভা কাপুর এবং তার মেয়ে একতা কাপুর।
অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস মোট ৩৯৫ জনকে এক বছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সেই তালিকায় আছে বিদ্যা বালান, শোভা কাপুর ও একতা কাপুরের নাম। অস্কার পুরস্কারের ক্ষেত্রে এই তিনজন ভোট দিতে পারবেন। একইসঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তে মত প্রকাশ করবেন।
অস্কার কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অতি সম্প্রতি এই ঘোষণা দিয়েছে। সঙ্গে নতুন সদস্যদের তালিকা শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছে, ‘আমাদের নতুন সদস্যদের নাম জানানোর পালা!’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’ এবং ২০১৭ সালের ছবি ‘তুমহারি সুলু’ বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ। অস্কার কমিটির আমন্ত্রণে এগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শোভা কাপুরের ক্ষেত্রে ‘দ্য ডার্টি পিকচার’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবি দুটি এবং একতা কাপুরের ক্ষেত্রে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’ এবং ‘ড্রিমগার্ল’ ছবি দুটির কথা উল্লেখ করেছে অস্কার কর্তৃপক্ষ।
প্রীতি / প্রীতি

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা
