ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মিথ্যা বলে বিপদে সত্যবাদী অপূর্ব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:৪৪

নাট্য জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। সবসময় সত্য কথা বলেন। কিন্তু সত্য কথা বলার কারণে তাকে বার বার চাপের মুখে পড়তে হয়। মিথ্যাবাদীরা তার উপরে ছড়ি ঘুরায়। তাদের সঙ্গে কথায় পেরে ওঠেন না অভিনেতা।

এই কারণে অপূর্ব সিদ্ধান্ত নেন, তিনিও মিথ্যা বলা শুরু করবেন। কিন্তু মিথ্যা বলতে গিয়ে আগের চেয়েও বেশি ঝামেলায় পড়তে হয় তাকে। তখন সে আবার সিদ্ধান্ত নেয়, আর মিথ্যা নয়, সবসময় তিনি সত্য কথাই বলবেন। তাতে যা হয় হবে। শত বিপদে পড়লেও তিনি সত্যই বলবেন।

না, এটি অভিনেতা অপূর্বর বাস্তব জীবনের গল্প নয়। এমনই একটি গল্পে এমনই একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন একটি নাটকে। নাম ‘সদা সত্য কথা বলিবো’। সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে অপূর্বকে নিয়ে এই নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

‘সদা সত্য কথা বলিবো’-এর চিত্রনাট্য লিখেছেন রাজীব আহমেদ। নাটকটি নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা সিএমভির ব্যানারে। এখানে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন হালের আরেক জনপ্রিয় নাট্য তারকা সাবিলা নূর। অপূর্বর সঙ্গে তার রসায়ন বরাবরই ভালো।

নির্মাতা রুবেল হাসান জানান, ‘ঈদ আয়োজনের জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি শুটিং শেষ করলাম। এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের জীবন বাজি রেখে কাজটি করতে হয়েছে। আমরা চেয়েছি নাটকটির মাধ্যমে দর্শকদের একটি ভালো বার্তা দিতে।’

নির্মাতা আরও জানান, ‘ঈদে প্রযোজনা সংস্থা সিএমভির ইউটিউব চ্যানেলে ‘সদা সত্য কথা বলিবো’ নাটকটি উন্মুক্ত করা হবে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

প্রীতি / প্রীতি

দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা

ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা

বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি

‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা