মিথ্যা বলে বিপদে সত্যবাদী অপূর্ব

নাট্য জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। সবসময় সত্য কথা বলেন। কিন্তু সত্য কথা বলার কারণে তাকে বার বার চাপের মুখে পড়তে হয়। মিথ্যাবাদীরা তার উপরে ছড়ি ঘুরায়। তাদের সঙ্গে কথায় পেরে ওঠেন না অভিনেতা।
এই কারণে অপূর্ব সিদ্ধান্ত নেন, তিনিও মিথ্যা বলা শুরু করবেন। কিন্তু মিথ্যা বলতে গিয়ে আগের চেয়েও বেশি ঝামেলায় পড়তে হয় তাকে। তখন সে আবার সিদ্ধান্ত নেয়, আর মিথ্যা নয়, সবসময় তিনি সত্য কথাই বলবেন। তাতে যা হয় হবে। শত বিপদে পড়লেও তিনি সত্যই বলবেন।
না, এটি অভিনেতা অপূর্বর বাস্তব জীবনের গল্প নয়। এমনই একটি গল্পে এমনই একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন একটি নাটকে। নাম ‘সদা সত্য কথা বলিবো’। সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে অপূর্বকে নিয়ে এই নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।
‘সদা সত্য কথা বলিবো’-এর চিত্রনাট্য লিখেছেন রাজীব আহমেদ। নাটকটি নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা সিএমভির ব্যানারে। এখানে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন হালের আরেক জনপ্রিয় নাট্য তারকা সাবিলা নূর। অপূর্বর সঙ্গে তার রসায়ন বরাবরই ভালো।
নির্মাতা রুবেল হাসান জানান, ‘ঈদ আয়োজনের জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি শুটিং শেষ করলাম। এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের জীবন বাজি রেখে কাজটি করতে হয়েছে। আমরা চেয়েছি নাটকটির মাধ্যমে দর্শকদের একটি ভালো বার্তা দিতে।’
নির্মাতা আরও জানান, ‘ঈদে প্রযোজনা সংস্থা সিএমভির ইউটিউব চ্যানেলে ‘সদা সত্য কথা বলিবো’ নাটকটি উন্মুক্ত করা হবে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
প্রীতি / প্রীতি

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা
