বঙ্গবন্ধুর মানবতাবোধ ছিল অসামান্য
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর সাথে যারা কাজ করতেন তাদের প্রতি তিনি ছিলেন সর্বদা সদয়। অধিনস্তদের প্রতি তার সম্মানবোধ ছিল প্রবল। তার পরিমিতি ও মানবতাবোধ ছিল অসামান্য।
শনিবার বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্র ও পুস্তক প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ায় বঙ্গবন্ধুর প্রচেষ্টা আমাদের ভবিষ্যতের দিশারী উল্লেখ করেন ড. মশিউর রহমান আরো বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে বই সংগ্রহ, আলোচনা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি নিয়ে নর্দান বিশ^বিদ্যালয়ের এই উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয়।
বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ায় বঙ্গবন্ধুর প্রচেষ্টা আমাদের ভসিষ্যতের দিশারী উল্লেখ করেন ড. মসিউর রহমান আরো বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে বই সংগ্রহ, আলোচনা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি নিয়ে নর্দান বিশ^বিদ্যালয়ের এই উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয় ।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. একরামুল ইসলাম, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রর নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়রুল করীম, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম (অব.) সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন