শ্রমিকদের এক কালীন ১৫ হাজার টাকা প্রদানের আহ্বান বিএনপির

লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দিন আনে দিন খায়, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিবহণ শ্রমিক, দোকান শ্রমিক, হকার, প্রান্তিক কৃষকদের জন্য এক কালীন ১৫ হাজার টাকা প্রদানের আহ্বান জানাচ্ছি।
রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সরকারের অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটি, সীমিত লকডাউন, কঠোর লকডাউনের ফলে প্রায় ২ কোটির ওপরে মানুষ দরিদ্র হয়েছে বলে মন্তব্য করে তিনি। ফখরুল বলেন, কর্মচ্যুত হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক। দেশে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ৮৫ শতাংশ, সংখ্যায় ৫ কোটিরও বেশি প্রকৃত অর্থে কর্মহীন। অবিলম্বে, এই সব দিন আনে দিন খায়, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিবহণ শ্রমিক, দোকান শ্রমিক, হকার, প্রান্তিক কৃষকদের জন্য এক কালীন ১৫ হাজার টাকা প্রদানের আহ্বান জানাচ্ছি।
জাতীয় সংসদে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইন মন্ত্রীর ঔদ্বত্যপূর্ণ শালীনতা বিবর্জিত উল্লেখ করে বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ফখরুল বলেন, বৈঠক মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে সাজানো মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। প্রকৃত পক্ষে সাংবিধানিক এবং প্রচলিত আইনের ব্যতিক্রম ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার নাগরিক অধিকার থেকে বঞ্ছিত করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার প্রাপ্য জামিন পর্যন্ত তাকে দেয়া হয়নি।
'বিএনপি চেয়ারপারসনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার বাসভবনে সাময়িক ভাবে স্থানন্তরের যে নির্দেশ দেয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও এ কথা বলা নেই যে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে পারবেন না। যেখানে খুনের মামলায়, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী অথবা আজীবন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মুক্তি নিয়ে বিদেশে চলে যেতে পারে। সেখানে এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে নির্বাচিত তিন বার, প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধী দলের নেত্রী ছিলেন তাকে মানবিক কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সুযোগ দেয়া যাবে না, এটা কোন মতেই গ্রহণযোগ্য হতে পারে না।'
তিনি বলেন, গতকাল সংসদে সংসদ নেতা হিসাবে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক শালীনতা বিবর্জিত। সংসদ নেতা তার মন গড়া কল্প কাহিনীর মধ্যে দিয়ে একজন মহান মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং জনগণের আস্থাভাজন প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। বৈঠক এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে বলেছে, সংসদ নেতা ও আইন মন্ত্রীর এই ধরনের মন্তব্য খারাপ নজীর স্থাপন করছে।
'এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা ও আজীবন সংগ্রামী বাংলাদেশের জনগণের প্রিয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে আশা ব্যক্ত করেন।'
করোনা পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য এই অযোগ্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতা দায়ী। প্রায় ১৫ মাস সময় নিয়েও সমস্যাগুলো সমাধান করতে না পারার ব্যর্থতা নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

বদরুদ্দীন উমর আর নেই

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খাঁন

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল : রিজভী

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান: আমির খসরু

হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ, নির্বাচন নিয়ে শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সারজিস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যমুনায় বিএনপির প্রতিনিধিদল

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে
