নতুন সময়সূচিতে বিপাকে নারীরা
বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বুধবার (২৪ আগস্ট) থেকে নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। তবে নতুন নিয়মে পুরুষরা উচ্ছ্বাসিত থাকলেও সমস্যার কথা জানিয়েছেন নারী কর্মীরা।
সচিবালয়ে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। মন্ত্রণালয়গুলোতে উপস্থিতিও ছিলে ভালো। সকালে অফিসে এসে অনেকে উচ্ছাস প্রকাশ করলেও সমস্যার কথা বলছেন নারীরা। তবে ধীরে ধীরে মানিয়ে নেয়া যাবে বলেও মনে করছেন তারা। অনেকেই বাচ্চা নিয়ে সচিবালয়ে এসেছেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের শারমিন আক্তার জেবা জানান, আমাদের অফিস টাইমটা সকাল ৯টা থেকে বিকাল ৪টা করলে ভালো হতো। সকাল সকাল বাচ্চাদের স্কুলে নেওয়া, খাওয়া দাওয়া করানো কস্টকর হয়ে গেছে। যেহেতু সরকারের নির্ধারিত নিয়ম, তাই সেভাবেই চলতে হবে।
বাচ্চাকে নিয়ে সচিবালয়ে এসেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহানারা নাসরিন। স্বামী-স্ত্রী দুজনই সরকারি কর্মচারি হওয়ায় সকাল সকাল অফিসে চলে এসেছেন তারা। তিনি জানান, সকালে অফিস ১ ঘন্টা এগিয়েছে, সেজন্য বাচ্চাকে নিয়েই অফিসে চলে এসেছি। সময়ের জন্য বাচ্চাকে খাওয়াতে পারিনি। সকালে অফিসে আসাটা একটু সমস্যাই।
অর্থ মন্ত্রণালয়ের নাজমুন নাহার জানান, আজকে নতুন নিয়মে অফিস শুরু হলো। কিছুটা সমস্যা হয়েছে যেহেতু প্রথম দিন। উঠতে কিছুটা দেরি হয়েছে। বাচ্চাদের রেডি করে আসতে পারিনি। কাজের মেয়ের উপর ভরসা করে চলে আসতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এটা মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না।
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা রওশন আরা বেগম জানান, আজ থেকে অফিসের সময় এগিয়ে গেছে, কিছুটা সমস্যা হয়েছে প্রথম দিনে। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবকিছুই তো অভ্যাসের ব্যাপার।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী জানান, নতুন নিয়মে অফিস শুরু হয়েছে। প্রথম দিনে বেশ ভালোই লাগছে, ঈদ ঈদ লাগছে আরকি। আগে অফিস শুরু হয়েছে, শেষও হবে আগে। পরিবারকে বেশি সময় দেয়া যাবে।
জামান / জামান
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি