নুসরাতের ‘স্বামী’ নিখিলের পোস্টে নতুন প্রেমের ইঙ্গিত
বিনোদন জগতের কেউ না হয়েও সাবেক স্ত্রী নুসরাত জাহান ও তার বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তের সৌজন্যে বার বারই খবরের শিরোনাম হচ্ছেন দিল্লির ব্যবসায়ী নিখিল জৈন। বহুদিন ধরেই তিনি নেটবাসীর চর্চায় উঠে আসছেন।
নিখিলের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই যশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নুসরাত, এ কথা সবারই জানা। এমনকি নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও পুরনো হয়ে গেছে। এখন নেটিজেনদের কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছেন নিখিল। সর্বক্ষণ তার ইনস্টাগ্রামের পাতায় নজর রাখছেন নেটিজেনরা।
সেই নিখিলের সম্প্রতি দেয়া ইনস্টাগ্রাম পোস্ট যেন নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। সেখানে নতুন প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। রবিবার দেয়া ওই পোস্টে নিখিল লিখেছেন, ‘তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি তোমাকে সব দিয়ে দেব।’
তার পরই লেখা, ‘প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে মনে হয়েছিল, আর কোনো দিন চেষ্টা করব না। কিন্তু তোমাকে দেখার পর অন্য অনুভূতি হল, যা এর আগে কখনো হয়নি। আমার কাছে এসো, তোমাকে সমস্ত ভালোবাসা দেব।’
এমন রোমান্টিক ভাষার পোস্ট যদি নিখিলের ইনস্টাগ্রামে ভেসে ওঠে, তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক।
তবে মূল ঘটনা হলো, নিখিলের ইনস্টাগ্রামে যে কথাগুলো লেখা হয়েছে তা মূলত মার্কিন গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’-এর লাইন। নেটিজেনদের প্রশ্ন, ট্রেভর ড্যানিয়েলের এই গানের মধ্য দিয়েই কি নিজের মনের কথা কাউকে বলতে চেয়েছেন নুসরাতের সাবেক স্বামী?
২০১৯ সালের ১৯ জুন তুরস্কে গিয়ে বিয়ে করেন নিখিল ও নুসরাত। কিন্তু সম্প্রতি তৃণমূল সাংসদ নুসরাত সেই বিয়েকে লিভ ইন আখ্যা দেন। দাবি করেন, তাদের নাকি বিয়েই হয়নি। বর্তমানে নুসরাত অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন।
প্রীতি / প্রীতি
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি
‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা
জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’