ডিজিটাল কবি নিশোতে মশগুল তিশা
ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। দীর্ঘ ক্যারিয়োরে নানারকম চরিত্রে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন কবি হয়ে। তাও আবার ডিজিটাল কবি। এই কবি ও তার কবিতায় মশগুল অভিনেত্রী তানজিন তিশা। এ জুটির নতুন রসায়ন দেখা যাবে ‘এক মুঠো প্রেম’ নামের একটি নাটকে।
নাটকটি যৌথভাবে রচনা করেছেন ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নিশো-মেহজাবিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার ও খালেকুজ্জামান।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, কবি বলতে সাধারণত যা বোঝায়, কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাক- ‘এক মুঠো প্রেম’ নাটকে এমন কবিকে দেখানো হয়নি। এই কবি বেশ আধুনিক, ডিজিটাল। উপার্জনও ভালো। খুব জনপ্রিয়- বিশেষ করে রমনীদের কাছে।
গল্পে দেখা যাবে, কবির জীবনে বারবার প্রেম আসে। কিন্তু সে কোনো প্রেম ধরে রাখতে পারে না। কারণ সমাজ মনে করে, কবিতা লেখা কোনো পেশা নয়। এদের উপার্জন নেই। তাই কোনো মেয়ের বাবাই কবির সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না।
‘এক মুঠো প্রেম’ নাটকের গল্পের মূল বক্তব্যে এটাই বোঝানো হয়েছে যে, কবিদের জীবনের সবচাইতে বড় ট্রাজেডি হচ্ছে, তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সঙ্গে, কিন্তু তাদের প্রেমিকাদের বিয়ে করে নিয়ে যায় কোনো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার।
জাকারিয়া সৌখিনের কথায়, ‘গল্পটি কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক। আমরা একজন কবির আনন্দ, বেদনা, প্রেম ও অপ্রেম দেখবো। চরিত্রটিতে নিশো দারুণ অভিনয় করেছে।’ ‘এক মুঠো প্রেম’ নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। আসছে ঈদে এটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
প্রীতি / প্রীতি
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান