ডিজিটাল কবি নিশোতে মশগুল তিশা
ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। দীর্ঘ ক্যারিয়োরে নানারকম চরিত্রে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন কবি হয়ে। তাও আবার ডিজিটাল কবি। এই কবি ও তার কবিতায় মশগুল অভিনেত্রী তানজিন তিশা। এ জুটির নতুন রসায়ন দেখা যাবে ‘এক মুঠো প্রেম’ নামের একটি নাটকে।
নাটকটি যৌথভাবে রচনা করেছেন ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নিশো-মেহজাবিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার ও খালেকুজ্জামান।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, কবি বলতে সাধারণত যা বোঝায়, কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাক- ‘এক মুঠো প্রেম’ নাটকে এমন কবিকে দেখানো হয়নি। এই কবি বেশ আধুনিক, ডিজিটাল। উপার্জনও ভালো। খুব জনপ্রিয়- বিশেষ করে রমনীদের কাছে।
গল্পে দেখা যাবে, কবির জীবনে বারবার প্রেম আসে। কিন্তু সে কোনো প্রেম ধরে রাখতে পারে না। কারণ সমাজ মনে করে, কবিতা লেখা কোনো পেশা নয়। এদের উপার্জন নেই। তাই কোনো মেয়ের বাবাই কবির সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না।
‘এক মুঠো প্রেম’ নাটকের গল্পের মূল বক্তব্যে এটাই বোঝানো হয়েছে যে, কবিদের জীবনের সবচাইতে বড় ট্রাজেডি হচ্ছে, তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সঙ্গে, কিন্তু তাদের প্রেমিকাদের বিয়ে করে নিয়ে যায় কোনো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার।
জাকারিয়া সৌখিনের কথায়, ‘গল্পটি কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক। আমরা একজন কবির আনন্দ, বেদনা, প্রেম ও অপ্রেম দেখবো। চরিত্রটিতে নিশো দারুণ অভিনয় করেছে।’ ‘এক মুঠো প্রেম’ নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। আসছে ঈদে এটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
প্রীতি / প্রীতি
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি
‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
দমের আড্ডায় তারকাদের মিলনমেলা
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
সব গুঞ্জন ঘুচিয়ে ‘দম’ সিনেমার নায়িকা হচ্ছেন পূজা
জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’