ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আমির-কিরণের ডিভোর্স নিয়ে যা বললেন পূজা ভাট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১২:২

১৫ বছর সংসার করার পর গত শনিবার বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউডের অন্যতম সেরা তারকা জুটি আমির খান ও কিরণ রাও। তাদের বিচ্ছেদ নিয়ে এবার কথা বললেন পরিচালক-প্রযোজক-অভিনেত্রী পূজা ভাট। তিনি পরিচালক-প্রযোজক মহেশ ভাটের বড় মেয়ে এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বড় বোন।

পূজা তার টুইটারে লেখেন, ‘একথা ঠিক যে, বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ সন্তানের মনের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সন্তানের দায়িত্ব যদি বিচ্ছেদের পর বাবা-মা একসঙ্গে পালন করেন, তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না’।

তার মতে, দুজন মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হতেই পারে, তারা আলাদাও হয়ে যেতে পারেন। তার অর্থ এই নয় যে, দুজনের মনের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হবে। সম্পূর্ণ শ্রদ্ধাবোধ নিয়েও দুটি মানুষ আলাদা হতে পারেন।

পূজা আরও লিখেছেন, ‘আসলে আমাদের সমাজ এই বিষয়টা এখনও বুঝতে পারে না। বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা মাত্রই তাদের কাছে তিক্ত। তাই আমির-কিরণের কো-পেরেন্টিং নিয়ে ধন্দে ভক্তকূল’।

পূজার কথা অনুসরণ করেই মনস্তত্ববিদরা জানাচ্ছেন, সন্তানের কো-পেরেন্টিং বিবাহ-বিচ্ছিন্ন স্বামী-স্ত্রী করতেই পারেন। সন্তানের কাস্টডি যার কাছেই থাকুক না কেন, সময়ে সময়ে বাবা-মায়ের সান্নিধ্য পেলে সেই সন্তান মানসিকভাবেও সুবিকশিত হয়ে উঠতে পারেন।

এদিকে, বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর থেকেই নানাভাবে কাটাক্ষের শিকার হচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার সঙ্গে ‘দঙ্গল’ ও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমের গুঞ্জনও উঠেছে।

তারই মধ্যে রবিবার একটি ভিডিও বার্তায় সদ্য সাবেক হওয়া কিরণ রাওয়ের হাতে হাত রেখে আমির খান ঘোষণা দেন, তারা আজীবন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন, ছেলে আজাদ রাওয়ের দেখাশোনা একসঙ্গে করবেন, এমনকি তাদের ‘পানি ফাউন্ডেশন’-এর কাজও একসঙ্গে সামলাবেন। 

প্রীতি / প্রীতি

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা