ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আমির-কিরণের ডিভোর্স নিয়ে যা বললেন পূজা ভাট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১২:২

১৫ বছর সংসার করার পর গত শনিবার বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউডের অন্যতম সেরা তারকা জুটি আমির খান ও কিরণ রাও। তাদের বিচ্ছেদ নিয়ে এবার কথা বললেন পরিচালক-প্রযোজক-অভিনেত্রী পূজা ভাট। তিনি পরিচালক-প্রযোজক মহেশ ভাটের বড় মেয়ে এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বড় বোন।

পূজা তার টুইটারে লেখেন, ‘একথা ঠিক যে, বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ সন্তানের মনের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সন্তানের দায়িত্ব যদি বিচ্ছেদের পর বাবা-মা একসঙ্গে পালন করেন, তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না’।

তার মতে, দুজন মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হতেই পারে, তারা আলাদাও হয়ে যেতে পারেন। তার অর্থ এই নয় যে, দুজনের মনের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণা তৈরি হবে। সম্পূর্ণ শ্রদ্ধাবোধ নিয়েও দুটি মানুষ আলাদা হতে পারেন।

পূজা আরও লিখেছেন, ‘আসলে আমাদের সমাজ এই বিষয়টা এখনও বুঝতে পারে না। বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা মাত্রই তাদের কাছে তিক্ত। তাই আমির-কিরণের কো-পেরেন্টিং নিয়ে ধন্দে ভক্তকূল’।

পূজার কথা অনুসরণ করেই মনস্তত্ববিদরা জানাচ্ছেন, সন্তানের কো-পেরেন্টিং বিবাহ-বিচ্ছিন্ন স্বামী-স্ত্রী করতেই পারেন। সন্তানের কাস্টডি যার কাছেই থাকুক না কেন, সময়ে সময়ে বাবা-মায়ের সান্নিধ্য পেলে সেই সন্তান মানসিকভাবেও সুবিকশিত হয়ে উঠতে পারেন।

এদিকে, বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর থেকেই নানাভাবে কাটাক্ষের শিকার হচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার সঙ্গে ‘দঙ্গল’ ও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমের গুঞ্জনও উঠেছে।

তারই মধ্যে রবিবার একটি ভিডিও বার্তায় সদ্য সাবেক হওয়া কিরণ রাওয়ের হাতে হাত রেখে আমির খান ঘোষণা দেন, তারা আজীবন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন, ছেলে আজাদ রাওয়ের দেখাশোনা একসঙ্গে করবেন, এমনকি তাদের ‘পানি ফাউন্ডেশন’-এর কাজও একসঙ্গে সামলাবেন। 

প্রীতি / প্রীতি

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী