ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

লকডাউনে ফুসরত মিলেছে মহাব্যস্ত বুবলীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:১৮

করোনার অতি সংক্রমণের জেরে গত ১ জুলাই থেকে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই লকডাউনে নাটকের শুটিং চালু থাকলেও বন্ধ সিনেমার শুটিং। যার ফলে কয়েকটা দিনের জন্য একটু ফুসরত মিলেছে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা বুবলীর। বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম শিডিউলের মধ্যে রয়েছেন এই অভিনেত্রী।

লকডাউন ঘোষণার আগে একসঙ্গে দুটি সিনেমার শুটিং করছিলেন বুবলী। একটি হলো তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। তপু এবং ইকবাল- দুজনেই প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন। প্রথমটিতে বুবলীর বিপরীতে আছেন তার ধারাবাহিক ১১ ছবির নায়ক শাকিব খান এবং দ্বিতীয়টির নায়ক জিয়াউল রোশান।

এই দুই ছবির জন্য রাত-দিন কাজ করতে হয়েছে বুবলীকে। তার কথায়, ‘কয়েকটা দিন দম ফেলার সময় পাইনি। কোনোদিন এফডিসিতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হলে পরদিন ‘রিভেঞ্জ’-এর শুটিং করেছি। আবার এমনও হয়েছে, সকালে এক সিনেমার শুটিং করেছি, বিকালে আরেকটির। গত পাঁচ বছরের ক্যারিয়ারে এমন ব্যস্ততার মুখোমুখি আগে কখনোই হইনি।’

তবে কষ্ট হলেও ব্যস্ততার এই সময়টা উপভোগ করছেন বলে জানান বুবলী। তিনি বলেন, ‘আমি এভাবে আগে কখনো কাজ করিনি। একটা ছবির কাজ শেষ হলে কিছুদিন বিরতি নিতাম, তারপর আরেকটার কাজ শুরু করতাম। কিন্তু এবার টানা শুটিং করতে হচ্ছে। দুটি সিনেমার গল্পই ভালো। তাই সিনেমাগুলোতে কাজের সুযোগ মিস করতে চাইনি।’

অভিনেত্রী জানান, ‘পাসওয়ার্ড’-এর জন্য প্রতিদিন ১২ ঘণ্টার বেশি শুটিং করেছি। কিন্তু এক দিনে দুই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম! সিনেমা দুটিতে আমার চরিত্র একেবারে আলাদা। তাই গ্ল্যামার নিয়ে না ভেবে চরিত্রের দিকে মনোযোগ দিচ্ছি। দুটি সিনেমার শিডিউল মেইনটেইন করতে পরিচালকদ্বয় এবং তাদের টিম সহযোগিতা করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

তবে লকডাউনের কারণে বুবলীর সেই ব্যস্ততা থেকে কিছুদিনের জন্য ছুটি মিলেছে। অভিনেত্রী জানান, লকডাউন শিথিল হলে আবারও তিনি ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করবেন। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেত্রীর ‘ক্যাসিনো’ নামে একটি ছবি। সেখানে তিনি প্রথমবার নায়ক শাকিব খানের বাইরে গিয়ে অন্য কোনো নায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বাঁধেন।

একসময়কার সংবাদপাঠিকা বুবলীর চলচ্চিত্রে অভিষেক ২০১৬ সালে ‘হিরোগিরি’ ছবির মাধ্যমে। সে ছবির নায়ক শাকিব খান। প্রথম ছবিতেই প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পান নায়িকা। শাকিব-বুবলী জুটিকে পছন্দ করেন দর্শক। এরপর গত পাঁচ বছরে টানা ১১টি ছবিতে তারা জুটি বেঁধে কাজ করেন। প্রতিটিই ব্যবসাসফল। ‘লিডার: আমিই বাংলাদেশ’ শাকিবের সঙ্গে বুবলীর ১২তম ছবি।

প্রীতি / প্রীতি

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা