ছেলে আব্রামের বিষয়ে পাঁচ তথ্য জানালেন শাহরুখ

শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রামারে জন্মদিন ছিল গতকাল। বিশেষ দিনে ছেলের বিষয়ে পাঁচটি তথ্য জানিয়েছেন শাহরুখ। পাঠকদের জন্য তুলে ধরা হলো সেই পাঁচ তথ্য হলো-
১) আব্রাম-তৈমুরের অভিনয় : ২০১৭ সালে করিনা কাপুরের সঙ্গে এক আলাপচারিতায় শাহরুখ জানিয়েছিলেন তার ছোট ছেলে আব্রাম ও করিনার ছেলে তৈমুর সুদূর ভবিষ্যতে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন।
২) ‘আব্রাম’ নামের অর্থ : ২০১৩ সালে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ছোট ছেলের নামের অর্থ বলতে গিয়ে শাহরুখ জানিয়েছিলেন ইহুদি ভাষায় হজরত ইব্রাহিম এর আরেক নাম আব্রাম। তবে এই নামের মধ্যে হিন্দু দেবতা ‘রাম’ এর নাম থাকাতেও শাহরুখের কাছে অত্যন্ত সুন্দর লেগেছিল।
৩) আব্রামের ‘প্রিম্যাচিওর্ড বার্থ’ : নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করেছিল আব্রাম। ফলে বিপদের আশঙ্কা ছিল। হাসপাতালে দীর্ঘ সময় কাটাতে হয়েছিল একরত্তিকে। সেইসময়ে খান পরিবারকে ঘিরে নিরন্তরভাবে চলতে থাকা সংবাদমাধ্যমের ক্যামেরার লেন্স বিব্রত করেছিল শাহরুখকে।
বলেছিলেন, নিজের কেরিয়ারে এই প্রথম সংবাদমাধ্যমের ওপর ভীষণ বিরক্ত হয়েছিলাম আমি। ওই সময়ে যে মানসিক চাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সেই সময়ে আমার ছোট্ট সন্তানকে নিয়ে গজিয়ে ওঠা নানান মুখরোচক খবরে অত্যন্ত অপমানিত বোধ করেছিলাম আমি।
৪) আব্রাম তার অন্যতম প্রিয় বন্ধু : ছোটপর্দার জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে শাহরুখ একবার বলেছিলেন তার তেমন কোনো বন্ধু নেই। তিন সন্তানই তাঁর বন্ধু। বিশেষ করে আব্রাম।
৫) আব্রাম শাহরুখের খুদে সংস্করণ : ছোট্ট আব্রামকে দেখতে যে অনেকটা তাঁর বিখ্যাত বাবার মতোই একথা বহুবার চর্চিত হয়েছে। শাহরুখের মুখের সঙ্গে আব্রামের মুখের অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করেননি এমন দর্শক বিরল। এবার সেকথা বললেন আব্রামের বাবাও! ছোট ছেলে যে তাঁরই খুদে সংস্করণ, সে কথা রীতিমতো নেটমাধ্যমে দু’জনের একটি ছবির কোলাজ আপলোড করে বলেছিলেন শাহরুখ। সঙ্গে আব্রামকে উল্লেখ করেছিলেন ‘ছোট্ট আমি’ বলেও।
প্রীতি / জামান

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা
