স্বাদের ভিন্নতায় পাতে রাখুন ডিমের মালাইকারি
আমাদের প্রতিদিনকার খাদ্যতালিকায় সবচেয়ে উপকারী একটি খাবারের নাম হলো ডিম। যেটাকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি এবং এটি ছাড়া আমাদের একদিনও যেন চলে না। তবে ভাতের সাথে ডিম বলতে আমরা বুঝি ভুনা কিছু বা ঝোল ঝোল কোন আইটেম। কিন্তু আজকে এমনি একটি ভিন্ন স্বাদের রেসিপি থাকছে যেটা আসলে মালাইকারি। আমরা সাধারণত চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি। তবে আজকে বাঙালির জিভে পানি আসার রেসিপি ডিমের মালাইকারি থাকেছে। চলুন জেনে নেই কিভাবে রান্না করা যায় ডিমের মালাইকারি।
রান্নার জন্য যা যা দরকার
১. ডিম- ৫- ৬টি
২. টক দই- ২ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি- আধ কাপ
৪. টমেটো কুচি - আধ কাপ
৫.কাজু বাদাম বাটা- ২ টেবিল চামচ
৬. রসুন বাটা- ৩ টেবিল চামচ
৭. আদা বাটা- ১ টেবিল চামচ
৮. হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
৯. মরিচ গুঁড়ো -১ টেবিল চামচ
১০. ধনে গুঁড়ো -হাফ টেবিল চামচ
১১. গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
১২. নারকেলের দুধ -আধ কাপ
১৩. লবণ- স্বাদমতো
১৪. চিনিমতো
১৫. ফ্রেশ ক্রিম- পরিমাণমতো
১৬.সর্ষের- তেল পরিমাণ মতো
যেভাবে রান্না করবেন
শুরুতেই ডিমগুলি সেদ্ধ করে নিতে হবে। এখন একটি পাত্রে টক দই, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন ডিমগুলোকে। এবার কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে তুলে রাখুন। এখন ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, মরিচ, কাজুবাদাম দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বেটে নিতে হবে। এবার আবার কড়াইয়ে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা মিশ্রণ যোগ করুন। আর একটু কষিয়ে নিন। এরপর নারকেলের দুধ দিয়ে দিন, এখন ভাল করে মিশিয়ে ভেজে রাখা ডিম গুলি দিয়ে দিন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এখন গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার ডিমের মালাইকারি।
প্রীতি / প্রীতি
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে যে ফলগুলো খাবেন
ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে
জীবনে সুখী হওয়ার জন্য যে ৪ কাজ করতে হবে
অতিরিক্ত হাসিই হতে পারে মৃত্যুর কারণ!
শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
পেট ভালো রাখতে আপনাকে যা করতে হবে
ডিমের বিস্কুট পিঠা তৈরির রেসিপি জেনে নিন
মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
লিভার ভালো রাখতে যে তিনটি ফল খাবেন
শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২
আপনার সন্তানও ভুগতে পারে মানসিক চাপে, বুঝবেন যেভাবে
লিভার ভালো রাখতে কোন ৫ খাবার নিয়মিত খাবেন?