ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ পুরস্কৃত


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ২৮-৯-২০২২ রাত ১১:৫৬
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ পুরস্কার লাভ করেছে। বিভাগীয় পর্যায়ের দপ্তরসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমশিনারের কার্যালয়ের সাথে   কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ উপমহাপরিদর্শকের কার্যালয় যৌথভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। 
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড.হাসান মাহমুদ,এমপি, মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো: মকবুল হোসেন, পিএএ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জনেগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন, ২০০৯, তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা, ২০০৯, তথ্য অধিকার ( তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা ) প্রবিধানমালা ২০১০, তথ্য অধিকার ( অভিযোগ দায়ের ও নিস্পত্তি সংক্রান্ত ) প্রবিধানমালা, ২০১১, তথ্য অধিকার ( তথ্য প্রকাশ ও প্রচার ) প্রবিধানমালা ২০১০ প্রভৃতি আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। সরকারি দপ্তরসমূহ এসব আইনের আলোকে নিজ নিজ দপ্তরের অংশীজন তথা জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে থাকে। এছাড়া সরকারের সকল দপ্তর নিজ নিজ তথ্য বাতায়নের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং দপ্তরের সেবা সম্পর্কে জনগণকে অবগত করে থাকে। 
তথ্য অধিকার বিষয়ক পুরস্কার নীতিমালা, ২০১৯-এর আলোকে   এ বছর ২ টি মন্ত্রণালয়, ২ টি অধিদপ্তর/সংস্থা, বিভাগীয় পর্যায়ের ৩ টি দপ্তর, ২ টি জেলা প্রশাসকের কার্যালয়, ২ টি উপজেলা পর্যায়ের কার্যালয়,সরকারি দপ্তরের তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত ২ জন কর্মকর্তা, তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণে বিভাগীয়  ও জেলা পর্যায়ের একটি করে কমিটিকে পুরষ্কার প্রদান করা হয়। 
 
অংশীজনদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে তথ্য অধিকার আইন বাস্তবায়নে  উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এসব দপ্তর ও সংস্থার সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ উপমহাপরিদর্শকের কার্যালয় এ পুরস্কার লাভ করে।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক জনাব মো: আরিফুজ্জামান প্রধান অতিথির নিকট হতে পুরস্কার হিসেবে স্মারক ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেনতথ্য কমিশনার সুরাইয়া বেগম, এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্হ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, পুরস্কারের জন্য মনোনীত দপ্তর প্রধানগণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ

ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি