ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দর্শকের মন জয় করেছে ‘দ্য বেগার’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ২:৫২

নির্মাণ মুন্সিয়ানায় বরাবরই নিজের নামের সুবিচার করেন মাবরুর রশিদ বান্নাহ। আশ্রয়, ব্যঞ্জনবর্ণ, ব্রাদার্সের পর এবার ঈদে প্রচারিত ‘দ্য বেগার’ নাটক দিয়ে আবারও প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ পরিচালক। নাটকটিতে ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে!

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন। তিনি আরো বলেন, যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

ইউটিউব ট্রেন্ডিংয়ে যতগুলো ঈদের নাটক আছে তারমধ্যে ‘দ্য বেগার’ জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করেছে বান্নাহর ‘দ্য বেগার’। নেটিজনরাও বান্নাহ, মিশু সাব্বিরসহ পুরো টিমের প্রশংসায় পঞ্চমুখ! ইউটিউবে এখনো পর্যন্ত এ নাটকটি দেখেছেন ২২ লাখ দর্শক। আর কমেন্ট করেছে ৩ হাজার জন। প্রায় সবাই কমেন্টে নাটকটির প্রশংশা করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন পারসা ইভানা, রাশেদ আরমান, সাগর হুদা প্রমুখ।

একজন অভিনেতার সার্থকতা তার নিখুঁত অভিনয়ে। যে অভিনয় মানুষের চোখে বাস্তবের প্রতিরূপ, মানুষের কাছে বিশ্বাসযোগ্য। এমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

এ প্রসঙ্গে বান্নাহ বলেন, মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির। একজন অভিনেতার সার্থকতা তার নিখুঁত অভিনয়ে। যে অভিনয় মানুষের চোখে বাস্তবের প্রতিরূপ, মানুষের কাছে বিশ্বাসযোগ্য। এমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

জামান / জামান

প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!

ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক

চলচ্চিত্রে কাজ করলে নিয়মিতই করব

‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’

কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি

মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া

‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা

‘তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ’