ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পণ্যের প্রচারে ক্রিকেট এখনও সেরা : উদয় হাকিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২২ রাত ১০:৫১

পণ্যের প্রচারে বাংলাদেশে ক্রিকেটই সেরা উপলক্ষ্য। ক্রিকেটে বিশ্বকাপে খেলছি আমরা। অন্যকিছুতে সেটা কল্পনাও করতে পারি না। খেলা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে। সকল তর্ক-বিতর্ক ছাপিয়ে  মুক্তিযুদ্ধের পর ক্রিকেটই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। 

বাংলাদেশের একটি শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে ১২ বছর কাজ করেছি। সেখানে কাজ করার সময় ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছি। ক্রিকেটের কারণেই বাংলাদেশের মানুষ এখন সেই কোম্পানিকে এতো বেশি চেনে এবং সেই প্রতিষ্ঠানের পণ্য এতো বেশি মানুষ কেনে। 

সাংবাদিকতা পেশায় আমার কর্ম জীবন শুরু হয়েছিল। প্রতিষ্ঠাকালীন থেকেই আমি কাজ করেছি দৈনিক প্রথম আলো পত্রিকায়। এরপর একটি বেসরকারি টেলিভিশনে কিছুদিন সাংবাদিকতা শেষে যুক্ত হয়েছিলাম আমাদের দেশের একটি শিল্প প্রতিষ্ঠানে। লোকাল ইলেকট্রনিক ব্র্যন্ড হিসেবে তখন জনপ্রিয় ছিল প্রতিষ্ঠানটি। এরপর ক্রিকেটে স্পন্সর করতে শুরু করি। বর্তমানে সেই প্রতিষ্ঠান বাংলাদেশের বহু আন্তর্জাতিক ব্র্যান্ড থেকেও জনপ্রিয় এবং গ্রহনযোগ্য।  

চাকরি ছেড়ে এবার উদ্যোক্তা হয়েছি। ব্যবসা ক্ষেত্রে ৫ জন বিশেষজ্ঞ মিলে শুরু করেছি নতুন বাংলাদেশী ব্র্যান্ড- ভিসতা। আমাদের শ্লোগান-‘এক্সিলেন্স ইন টেকনোলজি’। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপন করেছি কারখানা। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি- ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতারা আসলে প্রতারিত হন। উচ্চ মূল্য দিয়ে তাদের নিম্মমানের পণ্য গছিয়ে দেয়া হয়। সেই বাস্তবতায় বিশ্বের সর্বোচ্চ মানের এ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছি বাংলাদেশের বাজারে। আমেরিকা আর যুক্তরাজ্যের টেকনোলজি নিয়ে তৈরি হচ্ছে ভিসতা এ্যান্ড্রয়েড টিভি। এ্যান্ড্রয়েড ৯ এর পর দেশের বাজারে আমরাই প্রথম এনেছি এ্যান্ড্রয়েড-১১। স্মার্ট টিভি যদি ক্যানেল বা খাল হয়, এ্যান্ড্রয়েড আসলে সমুদ্রের মতো। বলা চলে বড় পর্দার মোবাইল ফোন। দাম কিন্তু সাধারণ টিভির সমানই। সুতরাং টাকা দিয়ে টিভি কিনলে এখন এ্যান্ড্রয়েডই কেনা উচিত। ভিসতা’র প্রচারে এবার ক্রিকেটকে বেছে নিয়েছি আমরা। নিউজিল্যান্ডে হচ্ছে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট। যাতে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সেখানে এ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে আছে ভিসতা। সকলের সহযোগিতা পেলে এখন থেকে নিয়মিত ক্রিকেট পৃষ্ঠপোষকতায় থাকবে ভিসতা। 
পরিকল্পনা আছে- শিগগীরই ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে যাবে ভিসতা। আমাদের লক্ষ্য দেশের কোয়ালিটি দিয়ে দেশের এক নম্বর ব্র্যান্ড হওয়া।

এমএসএম / এমএসএম

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি