বাংলাদেশে জাপানি কোম্পনিগুলো আরো বেশি বিনিয়োগ করতে চায়

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মাল্টিপার পাস হলে, বিডা বেজা ও জেট্রোর যৌথ আয়োজনে “ Welcoming Investment from Japan, Lessons for Bangladesh, From the experience in India” Knowledge Sharing Session অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া এবং বেজা’র নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ও Mr. kazuya Nakajo, Executive Vice President JETRO, সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এবং Mr. Takashi Suzuki, Chief Director General, JETRO, কিনোট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জেট্রো’র বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয়, সময়ে মি. Yuji Ando বলেন, জেট্রো ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ করে আসছে এবং প্রতি বছর এ বিনিয়োগের পরিমাণ উত্তোরতোর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাবসা পরিচালনা করে আসছে এবং ৬৮% অধিক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যাবসা আরো প্রসার করতে চায় বলে তিনি জানান।
অনুষ্ঠানে জেট্রোর নিউ দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল Mr. Takashi Suzuki, ভারতীয় অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিভিন্ন খাতে অধিক পরিমাণ জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন, এসময়ে তিনি জাপানি বিনিয়োগের মডেল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট, Mr. kazuya Nakajo বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার এবং পর্বর্তীতেও এধারা অব্যাহত থাকবে। এসময়ে তিনি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া বলেন, জাপানি বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে, আর দিন দিন এই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়াই বিনিয়োগ আগ্রহের কারণ। অবশ্য এখনো আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের দ্রুত এগুলো সমাধান করতে হবে। সেই সাথে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাস সহ অন্যান্য বিনিয়োগ সেবাগুলো সহজেই প্রদান করতে হবে, ফলে দেশে আরো বেশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেজা’র নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আমারা ১০০টির মত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের ইকনোমিক জোন গুলো বিনিয়োগের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি আছে, সময়ে তিনি আরো অধিক পরিমাণে জাপানি বিনিয়োগের আশা প্রকাশ করেন।
উল্লেখ্যে যে অনুষ্ঠানের শুরুতে বিডা’র নির্বাহী সদস্য জনাব মহাসিনা ইয়াসমিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে আগত সংবাদ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তর সমুহের উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি
Link Copied