ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

'গোল্ড মেডেল এওয়ার্ড' পেলেন জবির চার শিক্ষার্থী


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৩-১০-২০২২ রাত ৮:৪০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের চার শিক্ষার্থী ‘গোল্ড মেডেল এওয়ার্ড’ পেয়েছেন। এওয়ার্ড পেয়েছেন স্নাতক শ্রেণির শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তর শ্রেনির সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারী। প্রত্যেককেই স্বর্ণপদক ও সনদ প্রদান করা হয়। স্নাতক পর্যায়ের দুইজনকে নগদ বিশ হাজার টাকা ও স্নাতকোত্তর পর্যায়ের দুইজনকে নগদ ত্রিশ হাজার টাকার চেক দেয়া হয়।
 
গণিতের উৎকর্ষ সাধনে প্রতি বছর গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে যেসকল শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে তাদেরকে গোল্ড মেডেল এওয়ার্ড, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।
 
রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ এওয়ার্ড প্রদান করা হয়।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমি দেখেছি যারা গণিতশাস্ত্র চর্যা করে তাদের মন মানসিকতা ভালো হয়। গণিতে যারা পড়ে তাদের ভবিষ্যতে তারা অবশ্যই ভালো কিছু করবে। যারা গোল্ড মেডেল পেয়েছে তারা অনেক কষ্ট করে এখানে এসেছে। আমাদের অনেক সঙ্কট তা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি।
 
গোল্ডমেডেল এওয়ার্ড পাওয়া চারজন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে জনবহুল একটি বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। গণিত জানলে সবকিছুই জানা যায়।
 
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গণিতে পড়ে কোনো লস হওয়ার সুযোগ নাই। বর্তমানে সব স্থানে গণিতের শিক্ষার্থীরা ভালোকিছু করছে। 
 
ডিনস এওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন ডিনস এওয়ার্ড দেয়া হবে, নীতিমালা পাশ হয়েছে। নীতিমালায় বলা আছে, কেউ রিএড নিতে পারবে না, কোনো পরীক্ষায় ইমপ্রুভ থাকতে পারবে না। নির্দিষ্ট পরিমাণ উপস্থিতি থাকতে হবে। তাই তোমরা যারা এই এওয়ার্ড পেতে চাও, এসব বিষয়ে এখন থেকেই সচেতন থাকতে হবে।
 
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর ট্রাস্টি খুশী কবির।
 
অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক ছিলে অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. রাবেয়া আক্তার। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু