৩ কোটির গাড়ি, ছাড়াতে খরচ ৮৫ কোটি

রোলস-রয়েস কালিনান গাড়ির বাংলাদেশে দাম ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। আমদানির পর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটিকে বাজেয়াপ্ত করে নেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা ছাড়ানোর জন্য মোট ৫৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ২৮ কোটি ২৯ লাখ টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে। সব মিলিয়ে এর খরচ পড়বে ৮৫ কোটি ২৯ লাখ টাকা।
চট্টগ্রাম ইপিজেডের হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড’ ব্রিটেন থেকে বিলাসবহুল গাড়ি আনিয়েছিলে। কিন্তু কাস্টমসের চাপে ওই গাড়ির জন্য পাল্টা খরচ করতে হচ্ছে প্রায় ৩০ গুণ বেশি টাকা। আইনি জটিলতায় মাথায় হাত সংশ্লিষ্ট সংস্থার।
জানা গেছে, ‘জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড’ গত বছরের এপ্রিল মাসে রোলস-রয়েস কালিনান গাড়িটি আমদানি করেছিল। আমদানির পর তা চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকায় নেয়া হয়। ওই গাড়ির দাম ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা (কর ছাড়া)। আমদানির পর শুল্ক ও গোয়েন্দা কর্তারা গাড়িটিকে বাজেয়াপ্ত করেন। অতঃপর তা ছাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট ৫৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ২৮ কোটি ২৯ লাখ টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে এর জন্য।
জানা গেছে, রোলস-রয়েসের এই গাড়ির জন্য অর্থাৎ আইনি জটিলতা কাটিয়ে গাড়িটিকে ফের হাতে পেতে জরিমানা, শুল্ক-কর মিলিয়ে প্রায় ৮৫ কোটি টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান গত ১২ অক্টোবর এ নির্দেশ দিয়েছেন। ৩০ দিনের মধ্যে কর এবং জরিমানা মিটিয়ে দিতে বলা হয়েছে আমদানিকারককে। কাস্টমস কমিশনারের এই নির্দেশের বিরুদ্ধে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবে সংশ্লিষ্ট সংস্থা।
ব্রিটেনের বিখ্যাত গাড়ির ব্র্যান্ড রোলস-রয়েস। তাদের যে গাড়ি নিয়ে দেশে বিতর্কের সূত্রপাত, সেই মডেলটির নাম কালিনান এসইউভি। গাড়িটি তৈরি করা হয়েছে ২০২১ সালে। ঝকঝকে কালো রংয়ের এই এসইউভি গাড়িটি বাংলাদেশে প্রথম আমদানি করা হয় এপ্রিল মাসে। তার পর থেকে শুরু হয় বিতর্ক।
অভিযোগ, গাড়িটির শুল্কায়নের জন্য কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করা হয়েছিল। কিন্তু ওই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই গাড়িটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শরিফ জহিরের বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে শরিফ জহিরের ঢাকার বাড়িতে হানা দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মীরা। সেখান থেকে অবৈধ অপসারণের অভিযোগে গাড়িটি বাজেয়াপ্ত করেন তারা।
বিদেশ থেকে আমদানি করা বিলাসবহুল এই গাড়িটি শুধুমাত্র শিল্পপ্রতিষ্ঠানের কাজে ব্যবহার করার অনুমতি ছিল। কিন্তু তা সত্ত্বেও নিয়ম ভেঙে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে তা বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
মূল অভিযুক্ত শরিফ অবশ্য জানান, গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত ছিল। তাই বীমা দাবি করার জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে জানিয়ে ঢাকায় সরানো হয়েছিল গাড়িটি। তিনি কাস্টমসের নির্দেশের বিরুদ্ধে আবেদন করবেন বলেও জানিয়েছেন।
আমদানিকৃত রোলস-রয়েসের এই গাড়িটি প্রতি লিটার জ্বালানি খরচে ৫.১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। হাইওয়ের ক্ষেত্রে তা প্রতি লিটারে যেতে পারে ৮.৫ কিলোমিটার। এই গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। কালো ছাড়াও নীল, সাদা, বেগুনী, সবুজ, ধূসর ও অন্যান্য নানা রংয়ের মডেল পাওয়া যায় গাড়িটির। ব্রিটেনে তৈরি এই গাড়ি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বাংলাদেশে।
এমএসএম / জামান

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

সাবের চৌধুরীর বাসায় ‘রাষ্ট্রদূতদের বৈঠক’, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে’ শুনেই সাংবাদিককে ডেকে প্রশ্ন নিলেন উপদেষ্টা

এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

‘সেফ এক্সিট’র বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

শিশুদের উপর নির্যাতন সবচেয়ে নিকৃষ্টতম কাজ -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রসায়নে নোবেল পেলেন তিনজন

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

জুলাই আন্দোলন না হলে বুঝতেই পারতাম না শিশুরা দেশটাকে এত ভালোবাসে

ডেঙ্গুতে দুজন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৭১৫
