ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনার আমলে কোনো প্রতিবন্ধীই উপেক্ষিত নয় :মাইনুল হোসেন খান নিখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৭:৪৯

শেখ হাসিনার আমলে কোনো প্রতিবন্ধীই উপেক্ষিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (১০ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিখিল বলেন, এক সময় আমাদের এই সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী বা পক্ষঘাতগ্রস্ত প্রতিবন্ধীদের অভিশাপ হিসেবে ধরা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরম মমতায় কোনো ধরনের প্রতিবন্ধীই আজ সমাজের অভিশাপ নয়। তারা আজ আমাদের দেশের সম্পদ। শেখ হাসিনার আমলে কোনো প্রতিবন্ধীই উপেক্ষিত নয়। সমাজে সাধারণ মানুষের মতোই সম্মান দিয়েছেন তিনি। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। যে কোনো সংকটে সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকবে যুবলীগ।

তিনি বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমাজের সকল ধরনের প্রতিবন্ধী ও অটিস্টিকদের নিয়ে কাজ করেন। প্রতিবন্ধীরা যেন সমাজে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন, সে ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, যে মানুষটি বাবা-মা-ভাইসহ সবকিছু হারিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন, সেই আমাদের মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, প্রতিবন্ধীরা জানে না কিভাবে টিকার রেজিস্ট্রেশন করতে হয়। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করার জন্য অনুরোধ করেন।

তিনি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে ধন্যবাদ জানান।

দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলীর অনুরোধের জবাবে মো. মাইনুল হোসেন খান নিখিল প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে টিকার ব্যবস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. এনামুল হোসেন সুমন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণা বৈদ্য, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামালসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা

গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

এক নজরে খালেদা জিয়া

কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি খালেদা জিয়া

মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

বেগম খালেদা জিয়া আর নেই

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, ৩০০ আসনে নির্বাচনের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম