এ কোন শ্রীলেখা!
কাঁচা-পাকা চুল, টিকালো নাক, চোখে রোদ চশমা আর গায়ে নকশা করা পাড়ের সাদা শাড়ি; এমন রূপেই দেখা দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু তার এই হাল কেন? জানা গেছে, নতুন একটি সিনেমার জন্যই এ সুরত ধারণ করেছেন তিনি।
শ্রীলেখা জানান, সিনেমাটির নাম ‘ন্যায়’। এটি একটি হিন্দি ভাষার সিনেমা। নির্মাণ করেছেন সুশান্ত রায়। শনিবার (১০ জুলাই) প্রকাশ করা হয়েছে এর টিজার। সেখানে কিছুটা ইন্দিরা গান্ধীর রূপে অভিনয় করতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে শ্রীলেখা বলেন, ‘এটা একেবারেই প্রতীকী রূপ। কিছুটা ইন্দিরা গান্ধীর স্টাইল থেকে নেওয়া হয়েছে। তবে ইন্দিরা গান্ধী তো আর টালির চালে থাকতেন না, তাই অনেকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মনে হতে পারে। ধরা যাক এটা দু’জনকে নিয়েই করা। আসলে এই চরিত্র কোনও নির্দিষ্ট ঘটনা বা চরিত্রের কথা বলছে না। এদের নিরিখে ছবির গল্পটা তৈরি হয়েছে। এবার মানুষ দেখে ঠিক করবে যে, ইন্দিরা গান্ধী নাকি অন্য কেউ!’
ব্যক্তিগত জীবনে শ্রীলেখা বামপন্থী রাজনীতি সমর্থন করেন। এই সিনেমার গল্পটাও রাজনীতি কেন্দ্রিক। তাহলে কি সিনেমার মাধ্যমে বামের প্রচার করবেন তিনি? জবাবে শ্রীলেখা বলেন, ‘আমি কোনও বিশেষ দল বা পার্টির জন্য সিনেমা করি না। ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীও রয়েছেন, যিনি একটি রাজনৈতিক সিনেমা করেছিলেন; যা তৈরি হয়েছিল বামেদের টাকায়। সেই অভিনেত্রীই পরে বিজেপির ঝান্ডা হাতে নিয়েছে। আমাকে কেউ তৃণমূল ও বিজেপির ঝান্ডা ধরিয়ে সিনেমা করাতে পারবেন না। বিজেপি বা তৃণমূলের প্রচাররনামূলক সিনেমার অফার আসলে আমি সেটা করব না। যদি তাদেরকে অন্যভাবে দেখাতে হয়, তাহলে আমি করতে পারি। সরাসরি নয়। যদি সেটাই চাইতাম, তাহলে তো আমি নির্বাচনের সময়ই বামেদের হয়ে টিকিট নিতাম! আমি রাজনীতিতে ঢুকতে চাই না। আমি সমর্থনের জায়গা থেকে আছি।’
‘ন্যায়’ সিনেমার প্রসঙ্গে শ্রীলেখা বলেছেন, ‘এই সিনেমা ইন্দিরা গান্ধীর গল্প বলবে না। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কথা অবশ্যই থাকবে। আসলে পরিচালক সুশান্তের সঙ্গে আমার রাজনৈতিক আদর্শগত মিল থাকাতেই এই সিনেমার জন্য রাজি হই। তার উপর কিছুটা ইন্দিরা গান্ধীর সঙ্গে লুকের মিল। আমাকে সেটা মানিয়েও যায়।’
এমএসএম / এমএসএম
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান