টিসিবির লাইনে চিনির ক্রেতা বেশি
বাজারে গত এক মাসের মধ্যে দফায় দফায় বেড়েছে চিনির দাম। সেঞ্চুরিও হাকিয়েছি নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম। নিম্নআয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে চিনি আর মধ্যবিত্তরা কমিয়ে দিয়েছে চিনি কেনা। নিন্ম ও মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চিনি বিক্রি শুরু করে। টিসিবি প্রতিকেজি চিনি বিক্রি করছে ৫৫ টাকায়।
সারাদেশের মতো রাজধানীতেও টিসিবির অন্য পণ্যের তুলনায় চিনি কিনতে ব্যতিব্যস্ত ক্রেতারা। সরকারের এ উদ্যোগে খুশি মধ্য ও নিম্নআয়ের মানুষেরা। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার টিসিবি পণ্য বিক্রির একাধিক স্থানে ঘুরে এমনটি দেখা যায়। বেলা বারোটার দিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানে টিসিবির ট্রাক আসার সংবাদ শুনে লাইনে দাঁড়িয়ে যান ক্রেতারা।
শতাধিক মানুষের লাইনে বিক্রি শুরু হয় বিভিন্ন পণ্যের। তবে সবচেয়ে বেশি চাহিদা ছিল চিনির। প্রত্যেককে এক কেজি চিনি বিক্রি করছিলেন ডিলার। সবুজ হোসেন নামের এক সবজি বিক্রেতা এসেছিলেন চিনি কিনতে। তিনি বলেন, বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১১০ টাকায় বিক্রি আর এখানে অর্ধেক দামে চিনি কিনতে পেরে ভালো লাগছে। রিক্সাচালক আলী হোসেন বলেন, আমরা দিন এনে দিন খাই। এক কেজি চিনে কিনতে ১১০ টাকা লাগতো, আর এখানে অল্প দামেই পাচ্ছি চিনি।
সাবিনা হোসেন নামের অপর এক নারী ক্রেতা বলেন, টিসিবির ট্রাকের পণ্য কিনতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও আগে পণ্য পাওয়া যেত না। এমনকি ওজনেও কম দিত। কিন্তু এবার চিনি প্যাকেটজাত হওয়ায় সময় কম লাগছে। পরিমাণও ঠিক রয়েছে। সাদ্দাম হোসেন নামে টিসিবি ডিলারের এক বিক্রয় কর্মী বলেন, যাদের টিসিবির কার্ড আছে বা নেই সবাইকে তারা এক কেজি করে চিনি দিচ্ছেন। ৫৫ টাকায় দেওয়া হচ্ছে চিনি।
এজন্য অন্য পণ্যের চেয়ে চিনি বিক্রি বেশি হচ্ছে বলে জানান এ বিক্রয় প্রতিনিধি। টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউমার্কেট, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজারে টিসিবি চত্বর এবং ফার্মগেটের খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি হচ্ছে।
এবারের কর্মসূচিতে টিসিবির নির্ধারিত দোকান বা স্থায়ী অবকাঠামো থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। ২৪ অক্টোবর থেকে শুরু হয় এ কার্যক্রম। পণ্য বিক্রয় সূচি সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারণ করা হবে।
প্রীতি / প্রীতি
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ
ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ
ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান