ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ঈদে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমাকে চাই’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:১৮

২০১৬ সালের কোরবানির ঈদ থেকে শুরু। এরপর থেকে গত কয়েক বছর ধরেই ঈদ আসলে গানের ডালি নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও এটিএন বাংলার কর্ণধার ড. মাহফুজুর রহমান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে তার চেষ্টা অব্যাহত রয়েছে। ঈদ উৎসবে মাহফুজুর রহমানের মিউজিক ভিডিওগুলো তারই মালিকানাধীন এটিএন বাংলায় প্রচারিত হয়।

সেই ধারাবাহিকতায় এবার ঈদেও গান শোনাবেন দেশের আলোচিত এই মিডিয়া ব্যক্তিত্ব। রোববার এটিএন বাংলার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। তার এবারের একক সংগীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

১১টি গান দিয়ে সাজানো হয়েছে 'তোমাকে চাই' নামক এবারের সংতানুষ্ঠানটি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর গানগুলোর কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অনুষ্ঠানে থাকা গানগুলোর শিরোনাম হলো ‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’ এবং ‘চাঁদ রুপসী’। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়, চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকে এর মাধ্যমে ড. মাহফুজুর রহমান তারুণ্যের উচ্ছাসকে এগিয়ে নিচ্ছেন। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাই নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

উল্লেখ্য, ২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। ওই অনুষ্ঠানটি ফেসবুকে ভাইরাল হয়। শুরু হয় নানা সমালোচনা। কিন্তু তাতে দমে যাননি মাহফুজুর রহমান। কোনো সমালোচনা গায়ে না মেখে বরং গানকে ভালোবেসে প্রতি বছরের ঈদেই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন স্বঘোষিত এই শিল্পী।

প্রীতি / প্রীতি

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী