ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লাইভ কুকিং কম্পিটিশন ও ট্রেড এক্সপো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১২:৩১

রয়েল বেঙ্গল মাষ্টার শেফ অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টার এর উদ্যোগে সম্প্রতি ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক লাইভ কুকিং কম্পিটিশন ও ট্রেড এক্সপো। 

দিনব্যাপী এই আয়োজনে রান্নার নানা বিষয়ে পারদর্শী রন্ধন শিল্পীরা তাদের সেরা রান্নাগুলো রেঁধে খাওয়ান বিচারক মন্ডলীদের। বিচারক প্যানেলে ছিলেন রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট, মাস্টার শেফ প্রিতম সরকার, মাস্টার শেফ সাহেদা ইয়াসমিন, কালীনারী এক্সপার্ট শাহীন আফরোজ, রন্ধন শিল্পী ফাতেমা শিরিন, পুষ্টিবিদ তাসনিম আশিক।

আয়োজক কমিটিতে ছিলেন রন্ধনশিল্পী  তাসনিয়া রহমান সৃষ্টি, রোমানা আফরোজ রিমঝিম, সুলতানা রাজিয়া নাজনিন সৃষ্টি ও ফারজানা বাতেন। বিচারকগণ রন্ধনশিল্পীদের রান্নার স্বাদ চেখে খাবারের মান বিচার করে বিজয়ী নির্বাচন করেন এবং বিজয়ীদের হাতে তুলে দেন  ক্রেস্ট, সার্টিফিকেট, মেডেল।এই আয়োজন প্রথম স্থান অর্জন করেছেন- জান্নাতুল নাহার সুমি, দ্বিতীয় হয়েছেন মেহেরুন আক্তার মেরি, তৃতীয় হয়েছেন- মারুফা আক্তার।

এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন বিটিইএ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট প্রীতম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের পরিচালক আবুল ফয়সাল, মোঃ সায়েম, অধ্যাপক শাহরিয়ার পারভেজ ও বাংলাদেশ ট্যুরিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরামের সভাপতি কাজী রহিম শাহরিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হিরো হারতানতো সুবোলা, গেস্ট অফ অনার- ইরাকের রাষ্ট্রদূত ইমাদ আলী জালাল মুসায়ী, বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনাল অতিরিক্ত ডিআইজি মোঃ আবু সুফিয়ান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু আগে এওয়ার্ড উইনারদের সার্টিফিকেট ও মেডেল ও ট্রপি তুলেদেন রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের গ্লোবাল প্রেসিডেন্ট মাস্টার শেফ প্রিতম সরকার।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো ফারদিন এন্ড ফ্রেন্ডস ব্যান্ডের লিড ভোকালিস্ট মাসুম বিল্লাল ফারদিন। সভাপতিত্ব করেন শেফ জুয়েল আহমেদ, প্রেসিডেন্ট, রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ( বাংলাদেশ চেপ্টার)

এমএসএম / এমএসএম

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি