ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বয়সে বড় পূর্ণিমাকে মনে ধরেছে বাপ্পির!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১২:৪

নব্বইয়ের দশক থেকে ঢাকাই সিনেমায় অভিনয় করে চলেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার অভিষেক হয়েছিল ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। ৪০ বছর বয়সী সেই পূর্ণিমার উপরেই নাকি ক্রাশ খেয়েছেন এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

বয়স এবং চলচ্চিত্র ক্যারিয়ার- দুদিকেই পূর্ণিমার থেকে ছোট ৩৮ বছর বয়সী এই অভিনেতা। তবে শুধু ক্রাশই খাননি, পূর্ণিমার জন্যই নাকি তিনি এখনো অবিবাহিত। ঢালিউডের অন্যতম সুন্দরী এই নায়িকার অপেক্ষাতেই তিনি আছেন। এসব কথা নিজের ফেসবুকে বাপ্পিই লিখেছেন। সঙ্গে পূর্ণিমার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

তবে এগুলো বাপ্পির মনের কথা নয়। নিছক মজা করে কথাগুলো লিখেছেন তিনি। ঘটনা হলো, ১১ জুলাই (রবিবার) ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে বাপ্পি তার ফেসবুকে লেখেন, ‘আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’

এমন কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ভক্তদের অনেকেই প্রশ্ন করছেন, সত্যিই কি পূর্ণিমাকে বিয়ে করতে চান বাপ্পি?

এ প্রসঙ্গে নায়ক গণমাধ্যমকে বলেন, ‘আরে পূর্ণিমা হচ্ছেন আমাদের আপু। অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তিনি নিজের সৌন্দর্য কত সুন্দরভাবে মেইনটেইন করছেন, বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। তাই কিছুটা মজা করেই জন্মদিনে এটা লিখে উইশ করেছি তাকে।’

বাপ্পি এও জানান, পূর্ণিমার উপস্থাপনায় জনপ্রিয় টেলিভিশন শো ‘এবং পূর্ণিমা’তে অতিথি হয়ে গিয়েও তাকে কথাগুলো জানিয়েছিলেন। এছাড়া পূর্ণিমার সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও প্রকাশ করেন নায়ক। বলেন, ভবিষ্যতে যদি তেমন কোনো গল্পের ছবির প্রস্তাব আসে এবং পূর্ণিমা আপু রাজি থাকেন, তবে তারা একসঙ্গে অভিনয় করতে চান।

২০১৭ সালের শেষ দিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় বাপ্পির। ওই বছরই অপুকে ডিভোর্স দেন নায়ক শাকিব খান। গুঞ্জন রয়েছে, বাপ্পির কারণেই ভেঙেছিল শাকিব-অপুর সংসার। যদিও এ বিষয়টি সে সময় অস্বীকার করেন বাপ্পি-অপু দুজনেই। জানান তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

এরপর ২০১৯ সালে বাপ্পি জানান, তিনি বিয়ে করতে চান। তার বিয়ের জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে। কিন্তু গত তিন বছরেও বাপ্পির বিয়ের ফুল ফোটেনি। ৪০ বছর বয়সেও চলচ্চিত্রের অন্যতম সুদর্শন নায়কটি অবিবাহিত। কবে ফুটবে তার বিয়ের ফুল? সেই অপেক্ষাতেই নায়কের ভক্তরা।

প্রীতি / প্রীতি

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী