ভর্তি পরীক্ষা থেকে আয়কৃত অর্থে শিক্ষার্থীদের বৃত্তি দিল কুবি প্রশাসন
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে আয়কৃত অর্থ থেকে প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ এর বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচাক ড. মো. রাশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খলিল আহাম্মদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি হিসাবে জনপ্রতি আট হাজার পাচঁশত টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ড. মো. হুমায়ূন কবির এবং কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন- কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, একাডেমিক লাইফে শিক্ষার্থীরা যে সাফল্য, প্যাশন, অধ্যাবসায় প্রদর্শন করেছে, তার স্বীকৃতিস্বরূপ এই স্কলারশিপ তাদের দেয়া হচ্ছে। আজ যারা সাফল্যের স্বীকৃতি পেতে যাচ্ছে, তারা তাদের বন্ধু-বান্ধবদেরও অনুপ্রাণিত করবে, তাদের সাহায্য করবে। শিক্ষা হওয়া উচিত গঠনমূলক, অর্থপূর্ণ ও প্রকৃত। শিক্ষা এমন হবে না, যা ধ্বংসাত্মক।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এমনভাবে লেকচার দিতে হবে যাতে এটা কেবল শিক্ষকরাই নয়, শিক্ষার্থীরাও তা বুঝতে পারে। শিক্ষার্থীদের বই মুখস্থ করানো যাবে না, তাদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তারা কোনোকিছু বিচার করতে পারে, যুক্তি খণ্ডন করতে পারে, নতুন কিছু পরিকল্পনা করতে পারে।
এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অসচ্ছলতা ও মেধাতালিকার ভিত্তিতে ৫৮ শিক্ষার্থীকে এককালীন ছাত্রবৃত্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জামান / জামান
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার