ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আমাদের মাথা উঁচু রাখতে হবে : আর্জেন্টিনা কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:১৭

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ট্রফি জিতে এই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তিনি। কিন্তু গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়াই তো কঠিন হয়ে গেল! কাতার বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে  দিয়েছে তারা। যদিও ১২ মিনিটের ব্যবধানে তিন বার সৌদি আরবের জালে বল ঢুকিয়েছিলেন মেসিরা। কিন্তু সবগুলো গোলই বাতিল হয়ে যায়। কারণ অফসাইডের ফাঁদে পা দিয়েছেন স্ট্রাইকাররা।

সামনে মেসিদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো এবং পোল্যান্ড। কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকো। দারুণ ফুটবল খেলে তারা। গোছানো এবং দ্রুততালের ফুটবল। সৌদি আরবের বিপক্ষে যে ফুটবল খেলেছেন লিওনেল মেসিরা, এমন খেলা দিয়ে কি মেক্সিকো আর পোল্যান্ডকে হারাতে পারবেন!

গতকাল ম্যাচের প্রথমার্ধে মেসির লক্ষ্যভেদে পিছিয়ে পড়ার পর এশিয়া দলটিকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান সালেহ আল শেহরি। পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পক্ষে জয়সূচক গোল করেন সালেম আল দাওসারি। হাই ব্যাক-লাইন ও পাল্টা-আক্রমণ নির্ভর কৌশলে গতিময় ফুটবল উপহার দেয় সৌদি আরব। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের রুখতে চোখ ধাঁধানো নৈপুণ্য দেখান তাদের গোলরক্ষক মোহাম্মেদ আল ওয়াইস ও ডিফেন্ডাররা। সব মিলিয়ে পাঁচটি সেভ করেন তিনি। 

পাঁচ মিনিটের ওই ঝড়ে এলোমেলো হয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে এ ব্যাপারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমকে বলেছেন, 'এটা হজম করা কঠিন। চার-পাঁচ মিনিটের মধ্যে তারা দুই গোল করেছে। (লক্ষ্যে) দুই শট রেখে দুই গোল করেছে তারা।'

আর্জেন্টিনার সঙ্গে পাঁচবারের সাক্ষাতে এটি সৌদির প্রথম জয়। দুই দলের আগের চার ম্যাচে দুটিতে জিতেছিল আর্জেন্টিনা, দুটি হয়েছিল ড্র। অঘটনের শিকার হয়ে কষ্ট পেলেও শিষ্যদের মনে ঘুরে দাঁড়ানোর বীজ বপন করছেন আর্জেন্টাইন কোচ, 'এটা একটা দুঃখজনক দিন। কিন্তু যেটা আমরা সব সময় বলি, আমাদের মাথা উঁচুতে রাখতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।'

স্কালোনি বলেন, 'আমাদেরকে এই হার থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং পরের দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। এর চেয়ে বেশি কিছু বিশ্লেষণ করার দরকার নেই আমাদের।'

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য