ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ৪:৫৫

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে তার অর্জন অনেক। মুকুটে রয়েছে অসংখ্য পালক। এতদিন শুধু একটা বিশ্বকাপ ট্রফিই ছিল না তার ক্যাবিনেটে। যে কারণে তাকে ডিয়াগো ম্যারাডোনা, পেলেদের থেকে অনেকেই কিছুটা পিছিয়ে রাখতেন। কিন্তু রবিবার রাতে কাতারে সেই অধরা বিশ্বকাপও জিতলেন লিওনেল মেসি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। এতে ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা।

বিশ্বকাপ জয়ের পর মাঠে নেমে আসেন মেসির পরিবারের সদস্যরা। বিশ্বকাপ ফাইনাল জিতেই কিংবদন্তি ফুটবলার আবেগঘন মুহূর্তে নিজের মাকে জড়িয়ে ধরছিলেন। স্ত্রী সন্তানের সঙ্গেও সময় কাটান মেসি। সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতার পাশাপাশি নিজের পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

ছেলে থিয়াগো এবং মাতেওকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় মেসিকে। তাদের গালে স্নেহের চুম্বন  দেখা যায় মেসিকে। বিশ্বকাপ হাতে স্ত্রী আন্তোনেলা রোকুজোর ছবিও তুলে দিতে দেখা যায় মেসিকে। তার এই অতি সাধারণের মতো আচরণই মেসিকে অসাধারণ করে তোলে।  

গতকাল মাঠে মেসি যখন বল পায়ে ফ্রান্সকে মোকাবিলা করার চেষ্টা চালাচ্চিলেন, তখন দুই ছেলেকে নিয়ে আন্তোনেলা রোকুজো বসে ছিলেন স্টেডিয়ামেই। তার পাশেই বসেছিলেন মেসির মা। ফাইনালের আগে বাবাকে চিঠি লিখে বিশ্বকাপ জয়ের আবেদন জানিয়েছিলেন থিয়াগো। ছেলের সে কথা রেখেছেন মেসি। 

অ্যাডিডাসের তৈরি মেসির বিশেষ বুটে রয়েছে তার তিন সন্তানের নাম এবং তার স্ত্রীর নাম। ডান বুটে রয়েছে থিয়াগো ও মাতেওর নাম-জন্মতারিখ এবং বাঁ বুটে রয়েছে মেসির কনিষ্ঠ পুত্র সিরোর নাম-জন্মতারিখ এবং স্ত্রীর ডাকনাম ‘আন্তো’। এর থেকেই বোঝা যায়, নিজের পরিবারকে কতটা বেশি ভালোবাসেন মেসি।

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য