ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আগের বিশ্বকাপে জিরো, এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই হিরো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:৩১

অলিভার জিরোড। রাশিয়া বিশ্বকাপে দলের হয়ে শিরোপা জিতলেও গোল পাননি একটিও। চার বছর পর মঙ্গলবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেন তিনি। ৯ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়লো। পিছিয়ে পড়া সেই ম্যাচে জোড়া গোল করে আগের বিশ্বকাপে গোল না পাওয়া জিরোড, হয়ে গেলেন হিরো।

২৭ মিনিটে আদ্রিয়ান র‌্যাবিওট গোল করে সমতা ফেরান। ৩২ মিনিটে জিরোডের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৬৮ মিনিটে কালিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান হয় ৩-১। আর ৭১ মিনিটে জিরোডের জোড়া গোল পূর্ণ হলে চ্যাম্পিয়নরা জয় পায় ৪-১ ব্যবধানে।

এর মধ্য দিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার কৃতিত্ব দেখায় তারা। এর আগে ২০০৬ সালে ব্রাজিল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ জিতেছিল। এরপর ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন ও ২০১৮ সালে জার্মানি চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ হেরেছিল।

এদিকে এই ম্যাচে জোড়া গোল করে জিরোড ছুঁয়ে ফেলেন ফ্রান্সের সাবেক তারকা থিয়েরে অঁরিকে। যৌথভাবে হয়ে যান জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

অঁরি ফ্রান্সের জার্সি গায়ে সর্বোচ্চ ৫১ গোল করেছিলেন। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই জোড়া গোল করে জিরোড স্পর্শ করলেন তাকে। এখন তার সামনে এগিয়ে যাওয়ার পালা। জিরোড, এমবাপ্পেদের পারফরম্যান্সে ভর করে বর্তমান চ্যাম্পিয়নরা ঠিক কতোদূর যেতে পারে দেখার বিষয়। 

প্রীতি / প্রীতি

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় মেসি

বিশ্বকাপ জিতলে পরের আসরেও খেলবেন বলেছিলেন মেসি

ব্রাজিলের সঙ্গে ০-০ ড্র, ৩৬৩ দিনের পরিকল্পনা ও মেসিদের বিশ্বজয়

বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

ক্রোয়েশিয়ার এই মডেল যে কারণে আবারও আলোচনায়

বিশ্বকাপ উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপ হাতে উল্লাসে স্ত্রী, ছবি তুলে দিলেন মেসি

ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্বকাপ জিতে যত টাকা পেলেন মেসিরা

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

ম্যারাডোনা নিশ্চয় এখন হাসছে : পেলে

সৌদি কোচের কথাই হল সত্য