আয়োজিত হলো পপ অব কালারের পশিয়ান কনফারেন্স

জনপ্রিয় ফিমেল কমিউনিটি পপ অফ কালার এর উদ্যোগে আয়োজিত হয়েছে "পশিয়ান কনফারেন্স ২০২২"। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুক্রবার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন খাতের ৬ শতাধিক নারী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর বিকর্ণ কুমার ঘোষ, দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি, বাংলাদেশ পুলিশের ডিআইজি ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন সেক্টরের খ্যাতনামা ব্যাক্তিত্ব।
এই কনফারেন্সে বিভিন্ন বিষয়ের উপর ৭টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, মেন্টাল হেলথ, সাইবার সিকিউরিটি, ওমেন সেক্সুয়াল হেলথ, নিউট্রিশন, উদ্যম ও স্পৃহা, ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন বক্তাগন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ড. বিকর্ন কুমার ঘোষ বলেন, আমরা আজকে যে নারীর অগ্রযাত্রা দেখছি তার মূল অবদান আমাদের সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন নারীদেরকে বেশি সুযোগ-সুবিধা দিয়ে সামনে এগিয়ে নেয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক নারীকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। আড়াই লক্ষ তরুণীকে আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের জন্য স্বল্পমূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। আমরা ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি। এবং এটি প্রতিবছর চলতে থাকবে। শি পাওয়ার এবং হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে দশ হাজার নারীর উদ্যোগটা তৈরি করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ১০০ টি হাইটেক পার্ক তৈরি করা হবে। নারীদের যেকোনো ট্রেনিং দেয়ার জন্য আমরা প্রস্তুত- ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত নারীদেরকে বলতে চাই, আপনারা একেক জন লিডার। আপনারা আপনাদের আশেপাশের নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা উচ্চ আয়ের দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, যার অগ্রগামী ভূমিকা পালন করবেন নারীরা। নারীদের নিয়ে এমন আয়োজন করায় পপ অফ কালারকে ধন্যবাদ।
প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে নারীদের এগিয়ে নিতে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই। এখন পুরুষের সাথে সাথে নারীরাও এগিয়ে যাচ্ছে। সামনের দিকে নারীদের এই শক্তি আরো বৃদ্ধি পাবে।
এসময় নারীদের নিয়ে এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন খাতে সফল নারীদের সম্মাননা দেয় পপ অফ কালার। ১০ টি খাতে ১০ জন উদ্যমী নারীদের এই সম্মাননা দেওযা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। আবৃতি ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সন্ধ্যায় শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।
পপ অফ কালার এর আয়োজনে এই পশিয়ান কনফারেন্সের টাইটেল স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, কো-স্পন্সর বিবিবি এবং আমিশি, ইভেন্ট পার্টনার রিবোট, সাপোর্টেড বাই রেভে এক্সক্লুসিভ।
সাদিক পলাশ / সাদিক পলাশ

অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মঙ্গলবার সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ

গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন, শুক্রবার এলেই বাড়ে দাম

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক
