এশিয়ান-আফ্রিকান ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) এর মধ্যে সমঝোতা স্বারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার রাজধানীর মহাখালীর নিটল-নিলয় সেন্টারে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এশিয়ান- আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি AACCI বোর্ডের সদস্য ও AYUSH কমিটির চেয়ারম্যান সুদীপ কুমার ঝা ((AACCI) -এর Global secretariat এর পক্ষে) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) সেক্রেটারি জেনারেল এস এম আবুল কালাম আজাদ।
AACCI বোর্ডের সদস্য সুদীপ কুমার ঝা বলেন, উভয় চেম্বার বাংলাদেশ তথা এশিয়ার বাজার পরিস্থতি বিবেচনায় বিভিন্ন সেক্টরে প্রচারণা ও উন্নয়নের কাজ যৌথভাবে পরিচালনা করবে। এছাড়াও উভয় চেম্বার একটি মাস্টার ইভেন্ট লজিস্টিক পরিকল্পনার মাধ্যমে কর্মকান্ড মূল্যায়ন, বিশ্লেষণ করবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) সেক্রেটারি জেনারেল এস এম আবুল কালাম আজাদ বলেন, আমরা উভয় চেম্বার বিপনণ ও প্রচারাভিযানের বাস্তবায়ন ও তদারকি করবে। ২০২২-২০২৩ সময়কালে কমপক্ষে দুটি বড় বাণিজ্য মেলা এবং চারটি সেমিনার-ওয়ার্কশপ আয়োজন করা হবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (IBCCI) প্রেসিডেন্ট ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতের সাথে আমরা বিভিন্নভাবে বানিজ্য বৃদ্ধি করছি। এরই ধারাবাহিকতায় এশিয়া-আফ্রিকান চেম্বারের সাথে বাণিজ্য পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কাজ করবে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) বাংলাদেশে চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. মামুনুর রহমান, IBCCI-এর ভাইস প্রেসিডেন্টবৃন্দ, পরিচারকগণ, সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) ১৯১৫ সালে যাত্রা শুরু করে।
সাদিক পলাশ / সাদিক পলাশ

অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মঙ্গলবার সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ

গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন, শুক্রবার এলেই বাড়ে দাম

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক
