এশিয়ান-আফ্রিকান ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) এর মধ্যে সমঝোতা স্বারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার রাজধানীর মহাখালীর নিটল-নিলয় সেন্টারে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এশিয়ান- আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি AACCI বোর্ডের সদস্য ও AYUSH কমিটির চেয়ারম্যান সুদীপ কুমার ঝা ((AACCI) -এর Global secretariat এর পক্ষে) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) সেক্রেটারি জেনারেল এস এম আবুল কালাম আজাদ।
AACCI বোর্ডের সদস্য সুদীপ কুমার ঝা বলেন, উভয় চেম্বার বাংলাদেশ তথা এশিয়ার বাজার পরিস্থতি বিবেচনায় বিভিন্ন সেক্টরে প্রচারণা ও উন্নয়নের কাজ যৌথভাবে পরিচালনা করবে। এছাড়াও উভয় চেম্বার একটি মাস্টার ইভেন্ট লজিস্টিক পরিকল্পনার মাধ্যমে কর্মকান্ড মূল্যায়ন, বিশ্লেষণ করবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) সেক্রেটারি জেনারেল এস এম আবুল কালাম আজাদ বলেন, আমরা উভয় চেম্বার বিপনণ ও প্রচারাভিযানের বাস্তবায়ন ও তদারকি করবে। ২০২২-২০২৩ সময়কালে কমপক্ষে দুটি বড় বাণিজ্য মেলা এবং চারটি সেমিনার-ওয়ার্কশপ আয়োজন করা হবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (IBCCI) প্রেসিডেন্ট ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতের সাথে আমরা বিভিন্নভাবে বানিজ্য বৃদ্ধি করছি। এরই ধারাবাহিকতায় এশিয়া-আফ্রিকান চেম্বারের সাথে বাণিজ্য পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কাজ করবে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) বাংলাদেশে চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. মামুনুর রহমান, IBCCI-এর ভাইস প্রেসিডেন্টবৃন্দ, পরিচারকগণ, সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ।
উল্লেখ্য, এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (AACCI) ১৯১৫ সালে যাত্রা শুরু করে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন
নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা
Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা
কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির
ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি
১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার
নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার
শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম