মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারভিডা প্রতিনিধিদলের মতবিনিময় সভা

বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) নেতৃবৃন্দ আজ দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যান এর সুযোগ্য নেতৃত্বে মোংলা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিশেষ করে চেয়ারম্যানের বলিষ্ঠ তত্ত্বাবধানে বন্দরে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় বারভিডা নেতৃবৃন্দ বন্দর কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বারভিডা প্রেসিডেন্ট বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে ওয়ারফ রেন্ট বৃদ্ধি না করার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। সভায় বারভিডা নেতৃবৃন্দ আমদানিকৃত গাড়িগুলোর যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস এবং বারভিডা প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম পরিচালনার জন্য বন্দর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। মোংলা বন্দরের বৃহত্তম ব্যবহারকারী হিসেবে বিভিন্ন প্রয়োজনে বন্দর পরিদর্শনের জন্য বারভিডার সদস্যবৃন্দদের অনুকুলে ‘বন্দর প্রবেশ পাস’ প্রদানের জন্য বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান।
সভায় বারভিডা নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে পশুর নদীতে দ্রুত ড্রেজিং করা প্রয়োজন যাতে বড় জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারে। এছাড়াও সভায় আমদানি কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি এবং বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বারভিডার প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের আশ^াস দেন।
উল্লেখ্য যে, মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় রিকন্ডিশন্ড মোটরযান আমদানিকারকবৃন্দ ২০০৯ সাল থেকে মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে বন্দরটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন ; এ বন্দরটি বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। বারভিডা মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে।
সভায় মোংলা বন্দরের বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ, প্রধান প্রকৌশলী ও সচিব প্রমূখ উপস্থিত ছিলেন।
বারভিডা প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোঃ আনিছুর রহমান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, আলহাজ¦ জাফর আহমেদ, আবু হোসেন ভূইয়া রানু, মোঃ রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, মোঃ নাজমুল আলম চৌধুরী, মোঃ গোলাম রব্বানি (শান্ত), মোঃ লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল বৈঠকে অংশ নেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ

সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ

১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ

‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

বাজারে সবজির দাম নাগালের বাইরে, বৃষ্টি হলে আরও বাড়তে পারে দাম

৬০ থেকে ৮০ টাকার ঘরে সব সবজি
